শীতে নির্বাচনী প্রার্থীদের সাথে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানাচ্ছেন ভোটাররা

১৩ পঠিত ... ১৭:৫৬, জানুয়ারি ০৬, ২০২৬

দেশজুড়ে একই সাথে চলছে শীতের রাজত্ব ও নির্বাচনী হাওয়া। প্রার্থীরা হেঁটে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা-বাজারে বাজারে। তবে জানা গেছে, মাত্রাতিরিক্ত শীতের তীব্রতার কারণে প্রার্থীদের সাথে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানাচ্ছেন ভোটাররা।

ভোটারদের ভাষ্য, ভোট দিতে সমস্যা নাই, কিন্তু যে শীত। শীতের সোদনে পকেট থেকে হাত বের করতে ইচ্ছা করে না। হ্যান্ডশেকও করতে ইচ্ছা না।

এমনই এক ভোটার বলেন, শীতের সকালে কম্বল আর সোয়েটার ভেদ করে হাত বের করাটা একপ্রকার আত্মঘাতী সিদ্ধান্ত! ফলে আমরা হুডির পকেট থেকে হাত না বের করার সিদ্ধান্ত নিয়েছি। প্রার্থীদেরকে বলব, আপনারাও বের কইরেন না। একজনের সাথে হাত বের করে হ্যান্ডশেক করছিলাম, এরপর দেড় মাস ধইরা পাগল আছিলাম।

এক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে ভোটাররা সেধে সেধে হাত মিলাইতে আসত। আর এখন বলছে হাত ধরবেন না, ঠান্ডা লাগে। what is this behavior। তিনি আরও জানান, পাঁচ কিলোমিটার এলাকা কষ্ট করে হেটে প্রচারণা চালালেও একজন ভোটারকেও হাত মেলাতে রাজি করাতে পারেননি।

অন্যদিকে ভোটারদের মধ্যে কিছু সৃজনশীল প্রস্তাবও উঠে এসেছে। কারও মতে, প্রার্থীরা যদি হাতে হিটার ফিট করে বা উলের গ্লাভস পরে হ্যান্ডশেক করেন, তাহলে আপত্তি নেই। একজন ভোটার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উন্নয়ন পরে দেখা যাবে, আগে হাত গরম করার ব্যবস্থা করেন তাইলে ভোট পাইবেন। এদিকে কিছু এলাকায় নতুন বিকল্প রাজনৈতিক শিষ্টাচার চালু হয়েছে। হ্যান্ডশেকের বদলে দূর থেকে সালাম, কনুই ঠোকাঠুকি জনপ্রিয় হয়ে উঠছে।

১৩ পঠিত ... ১৭:৫৬, জানুয়ারি ০৬, ২০২৬

Top