একসাথে বসে স্ট্রেঞ্জার থিংকস দেখার জন্য মাদুরোকে তুলে নিয়েছি

৫৯ পঠিত ... ১৬:৩৩, জানুয়ারি ০৫, ২০২৬

7 (1)

জনপ্রিয় নেটফ্লিক্স থ্রিলার সিরিজ স্ট্রেঞ্জার থিংকস। এর পঞ্চম ও শেষ কিস্তি প্রকাশ পেল এ ক’দিন আগেই। কিন্তু আক্ষেপের বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন‌ও সিরিজটার শেষ কিস্তি দেখে উঠতে পারেননি। নানান কাজে কর্মে ব্যস্ততায় মন-মেজাজ ডাউন থাকায় আপসাইড ডাউনের সর্বশেষ কার্যকলাপ তার এখনও দেখা হয়নি। তাছাড়া জানা গেছে, ডেমোগর্গন নাকি বেশ ভয় পান ট্রাম্প।

এই সিরিজ দেখার জন্য বন্ধু -বান্ধব, পরিবার কিংবা সরকার কেন্দ্রীক কাউকে বেছে না নিয়ে তিনি হেঁটেছেন একটু ভিন্ন ডাইমেনশনে। সঙ্গী হিসেবে বাছাই করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। 

এই পরিকল্পনা তিনি নাকি রাতারাতি করেননি। মাস কয়েকের ভাবনা চিন্তার পর ট্রাম্পের মনে হয়েছে এমন সিরিজ আসলে মাদুরোকে ছাড়া তিনি দেখতে ব্যর্থ।

মাদুরোর মন খারাপ যাতে না হয় সেজন্য তার স্ত্রী কেও তুলে নিয়েছেন।

এ প্রসঙ্গে ট্রাম্প তার নট অনলি ট্রুথ বাট অলসো আনসোশ্যাল একাউন্ট থেকে লেখেন, আমি মাদুরোর সাথে সিরিজ দেখবও আর ডিএনডি খেলব, তোমরা দরজা ভিজিয়ে চলে যাও!

এমন কৌতুকপূর্ণ কথা অনেকে বুঝতে পারনি। ট্রাম্প তাই আবার জানান, ভেকনা চরিত্রে অভিনয় করার কথা ছিল আমার। কিন্তু ঐ ছেলেটা এত কাঁদকাঁদ চোখে তাকাল যে রোলটা ওকে দিয়ে দিলাম। কিন্তু শেষ পর্ব চলে আসায় বেশ ইমোশনাল হয়ে গেলাম। ভেকনা যেমন বাচ্চা ধরে আনে, আমিও ধরে এনেছি মাদুরোকে। আমরা এরপর ভেনিজুয়েলাকে বদলে দেব, বানাব ভেনিজুয়েলা ডাউন।

এখানে তারা খাবে দাবে কলকলাবে! মাদুরোর জন্য নাচের ও গানের শিক্ষক রাখার কথাও জানিয়েছেন ট্রাম্প। সাথে এও বলেছেন, নিজেরা একটা ব্যান্ড খুলতে পারেন। তিনি তার আনসোশ্যাল একাউন্টে লিখেছেন, সিরিজ দেখতে দেখতে আমার যদি চোখ উল্টে যায়, যদি আপসাইড ডাউনে হারিয়ে যাই, তবে মাদুরো আর ওর ওয়াইফ যাতে গান গেয়ে আমায় ফিরিয়ে আনতে পারে।

৫৯ পঠিত ... ১৬:৩৩, জানুয়ারি ০৫, ২০২৬

Top