প্রেম করছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন নিজেই বছরের শেষ সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে তিনি প্রেম করছেন। কার সাথে করছেন, কীভাবে করছেন, সকাল না সন্ধ্যায় করছেন—এসব কিছুই বলেননি। কিন্তু তাতে অনলাইন দুনিয়ায় উত্তাপ ছড়াতে দেরি হয়নি।। ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট প্রেমে পরতে পারেন এটা অস্বাভাবিক না, কিন্তু এত যুদ্ধ বিগ্রহ, ষড়যন্ত্র, ট্রাম্পের সাথে রেষারেষির মাঝখানে থেকেও কেউ যদি প্রেমে পরে থাক্তে তাহলে বুঝতে হবে মানুষটার মন এখনও কিছুটা নরম আছে।
প্রেমে মজা পুতিনকে আমরা অন্য প্রেমিকদের মতো করে কল্পনা করতে পারছি না। কারণ ক্ষমতার দিক থেকে তিনি এমন একজন মানুষ, যিনি চাইলে ফোন নামিয়ে রেখে এক কাপ চা খাওয়ার ফাঁকে দুই একটা মিসাইল ছুড়ে দিতে পারেন। চাইলে ডিস্টার্ব করছে টাইপ কাউকে ইতিহাস থেকে মুছে দিতে পারেন। ক্ষমতায় থাকার কারণে অনেক কিছুই তার জন্য সম্ভব মন চাইলেই। কিন্তু প্রেম, প্রেম একটু আলাদা জিনিস। প্রেমে পড়লে কিছু নিয়ম আছে। এই নিয়ম গুলো কোনো স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে শেখানো না হলেও মানবতার খাতিরে পুতিনের জন্য বলতে হচ্ছে। কারণ প্রেম টিকিয়ে রাখতে গেলে এগুলো মাথায় রাখতেই হয়, এখন ভ্লাদিমির পুতিন হন কিংবা ইরফান হন।
প্রথমেই মনে রাখতে হবে সবার সাথে স্বৈরাচারি আচরণ করলেও প্রেমিকার সাথে স্বৈরাচারি আচরণ করা যাবে না। কারণ প্রেমের ক্ষেত্রে প্রেমিকাই সবচেয়ে বড় স্বৈরাচার। প্রেমিকার যদি ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়ে সালাদ অর্ডার দেয় আর আপনার স্টেক খেতে দেখে স্টেক খেতে মানা করে আপনাকে ওখানে বসে সালাদ খেয়েই বিল মিটিয়ে আসতে হবে। এখানে কোনো নেগোসিয়েশন চলবে না। আপনাকে বুঝতে হবে প্রেমিকার না মানে চূড়ান্ত না।
আপনাকে এটাও বুঝতে হবে প্রেমিকার দেখা যাক মানে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা। আর প্রেমিকার আমি ঠিক আছি মানে—তিনি আসলে একদমই ঠিক নেই। প্রেমে হেরে গিয়ে জিতে যাওয়া ব্যাক্তিদের বাজিগর বলা হয়ে থাকে। প্রেমিকার মন বুঝার জন্য প্রেমে চোখের ভাষা পড়তে জানা লাগে, কান্নার নীরবতা বুঝতে হয়, আর কিছু না কথাটার ভেতরের সব কিছু ধরে ফেলা জানতে হয়। প্রেম করতে গেলে আপনাকে হতে হবে সেই পাঠকের মত যে প্রেমিকার নিশ্বাসের উঠা নামা দেখে ধরতে ফেলতে হবে আজকে কেনো তার মন ভালো নেই।
প্রেম করলে ক্ষমতা নিয়ে বেশি ব্যস্ত থাকা যাবে না। প্রেম করতে গেলে ক্ষমতার কথা ভুলে যেতে হবে। এখানে কোনো সম্পদ না, বরং ঝামেলা। কারণ প্রেমে আপনি যত বড় নেতা হোন না কেন, শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে, আমাকে তো সময় ই সময় দাও না, শুধু ট্রাম্প আর মেলানির ফোন কলে আড়ি পেতে থাকো! প্রেম করতে গেলে আপনার প্রিম মানুষের জন্য আলাদা করে সময় বরাদ্দ রাখতেই হবে, মন চাইলে খোঁজ নিবেন আর মন না চাইলে খোঁজ নিবেন না এমন করলে প্রেম কিন্তু টিকবে না দুই দিনও।
আপনাকে মনে রাখতে হবে, প্রেম মানে নিয়ন্ত্রণ নয়, প্রেম মানে ছাড় দেওয়া। এখানে জয়-পরাজয় নেই, শুধুই বোঝাপড়া। এখানে আদেশ চলে না, চলে অনুরোধ। এখানে ভয় দেখানো যায় না, বরং নিজেকেই একটু দুর্বল হতে হয়। প্রেম করতে গেলে আপনাকে হতে হবে আখরোট মতো, বাইরের দুনিয়ায় আপনি অনেক শক্ত বলে মনে হলেও, প্রেমিকার কাছে আপনাকে লাগবে ভেতরের নরম বাদামের মতো।


