বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈলপ্রীতির খবর সবাই জানেন। সম্প্রতি এই প্রেমের টানে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বিনা ভিসাতেই আমেরিকায় উঠিয়ে নিয়ে রেখেছেন। কারণ ট্রাম্পের মনে হয়ে হয়েছে তার আর তেলের মাঝে মাদুরো চৌধুরী সাহেব হয়ে দাঁড়িয়ে আছেন। তাই সাচ্চা প্রেমিকের মতোই ট্রাম্প তাকে উঠিয়ে এনেছেন।
এদিকে ট্রাম্পের এই প্রেমের পাগলামী দেখে খুশি হয়েছেন বাংলাদেশের আমেরিকান ভিসা প্রত্যাশীরা। আমাদের এক প্রতিনিধির সাথে রাস্তায় চা খেতে খেতে স্যাম সামসুল জানান, তিনি গত দুই বছর ধরে আমেরিকান ভিসা পাওয়ার চেষ্টা করছেন। এমন কি নামও বদলে আমেরিকান নামের সাথে মিলিয়ে রেখেছেন। কয়েকবার ইন্টারভিউ ফেস করেও এখনও ভিসার কোনো হদিস পাননি। এখন তিনি নিজেকে তেলের ডিব্বা বলে ঘোষণা দিতে চান। তাতে প্রেমের টানে ট্রাম্প অবশ্যই তাকে আমেরিকা নিয়ে যাবে, কোনো বাধাই সে মানবে না।
আমেরিকান ভিসা পাওয়ার আশায় বসে থাকা আরেকজন আমাদের প্রতিনিধিকে বেশ তেল চকচকে চেহারায় বলেন, দেখছেন তো আমার চেহারায় কত তেল! আজকাল সারা শরীরে তেল মাখছি। সাথে খাচ্ছি অতিরিক্ত তেলে ভাজা পরোটা। পানির বদলে তেল খাওয়ার চেষ্টা করছি যেন ট্রাম্পের সুদৃষ্টি আমার দিকেই পড়ে। তাহলে চোখমুখ বেঁধে হলেও ট্রাম্প আমাকে আমেরিকা নিয়ে যায়।
এসব শোনার পর আমাদের প্রতিনিধিকেও একটি তেলের দোকানে লাইন দিয়ে তেল কিনতে দেখা যায়। এ ব্যাপারে আমরা তার আথে কথা বলতে গেলে সে বলে, আমি এখন থেকে তেলের ডিব্বা। এই চাকরিতে আর নাই, আমেরিকার ভিসা লাগায় চলে যাচ্ছি, আপনারা থাকেন।


