সম্প্রতি নেপালে চলছে রাজনৈতিক অস্থিরতা। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে আন্দোলনে নামে তরুণ প্রজন্ম যা পরবর্তীতে রূপ নেয় পারস্পারিক সংঘাতে। চলমান বিক্ষোভের মুখে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন।
এরপর পতন ঘটে বর্তমান সরকারেরও, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে হেলিকপ্টারে পলায়ন করেন সরকার প্রধান। নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় । আইন-শৃঙ্খলা রক্ষা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং প্রাণহানি ও সম্পদের যেন কোনো ক্ষতি না হয় সে ব্যাপারেও তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
২০২৪ সালে বাংলাদেশের গণঅভ্যুত্থানের সাথে নেপালের এ ঘটনায় দৃশ্যমান অনেক সাদৃশ্যের মাঝে একটা ব্যাপার বাদ পড়ে যায়। কিন্তু নেপালের সাথে বাংলাদেশের রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।
তাই কপিরাইট ইস্যু স্বাভাবিক ও আন্তরিক রাখতে সেনাপ্রধান ‘বুকে পাথর চাপা’ দিয়ে আলোচনা করতে ইচ্ছুক। সাম্প্রতিক সময়ে সিলেটের সাদা পাথরের আলোচনা বেশ হাইপড হওয়ায় সেনাপ্রধান পাথর হিসেবে কিছু সাদা পাথর চেয়েছেন। সবচেয়ে ভালো হয় যদি সেটা হয় ‘হারিয়ে যাবার পর উদ্ধারকৃত’!
উদ্ধারকৃত যেকোন জিনিসের স্বাদই আলাদা, হোক না সেটা পাথরই।