নেপালের প্রধানমন্ত্রীর জন্য নিজ বাংলোর গেস্টরুম ছেড়ে দিতে চান শেখ হাসিনা

৪০ পঠিত ... ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে

গণআন্দোলনের মুখে সরকার পতন হয়ে নেপালের প্রধানমন্ত্রী যখন হঠাৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন, তখন আশার আলো জ্বেলে উঠল বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বাংলো থেকে। দিল্লীর লুটিয়েন্স-স্টাইলের বাংলোয় একাকীত্ব কাটাতে কাটাতে বিরক্ত হয়ে উঠেছিলেন তিনি। নেপালের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসিনা ঘোষণা দিলেন, এসো নবীন, ভয় নাই লুটিয়েন্সেও গণতন্ত্র নাই। এমনকি নেপালের প্রধানমন্ত্রীর জন্য নিজ বাংলোর গেস্টরুমও ছেড়ে দিতে চান শেখ হাসিনা। 

আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত কেবল মানবিক উদ্যোগ নয়, বরং সাবেক নেতাদের জন্য নতুন ধরনের ‘এক্স-প্রধানমন্ত্রী কমিউন’ তৈরির প্রাথমিক ধাপ। হাসিনা নাকি ভবিষ্যতে পাকিস্তানের ইমরান খান এবং শ্রীলঙ্কার রাজাপক্ষকেও বাংলোয় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। নিজস্ব ভেরিফায়েড প্রোফাইল থেকে নেপালের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘আহো ভাতিজা আহো’ লেখা মিমটিও পোস্ট করেন তিনি।

৪০ পঠিত ... ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে

Top