ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে ডোনাল্ড ট্রাম্প, মোদিকে যখন তখন পাঠাতে পারেন ‘রাজুতে আয়’ মেসেজ!

৩৫ পঠিত ... ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে

আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডাকসু’ নির্বাচন। 

এই উদ্দীপনা দেশের গণ্ডি পেড়িয়ে ১৩,১২৯ কিলোমিটার দূরে থাকা ডোনাল্ড ট্রাম্পকেও ছুঁয়ে গেছে।

ট্রাম্প তাঁর ব্যক্তিগত 'নট অনলি ট্রুথ, বাট অলসো আনসোশ্যাল' একাউন্ট থেকে লিখেছেন, ‘খুব ইচ্ছে ছিল অন্তত একবার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তখন ডাকসু নির্বাচনের ইচ্ছা আমার‌ও ছিল, ভিপি, জিএস সব আমি একাই হতাম। কিন্তু সে সময় ভিসা পাইনি‌। স্বপ্ন ভঙ্গে হতাশ হয়ে উপায় না পেয়ে শেষপর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছি। এখনও আমার মন ডাকসুর ভিপি পদের জন্য কাঁদে। আমি গত কয়েকরাত ঘুমাতে পারছিনা চিন্তায়। সকাল থেকে উৎকণ্ঠায় টেইলর সুইফটের গান শুনছি। অল আইস অন ডাকসু!

কয়েকটা হাসির ইমো দিয়ে তিনি লিখেন, ডাকসু নির্বাচনটা হয়ে যাক, তারপরই মোদিকে মেসেজ দেব,’রাজুতে আয়!’ আমার ফোন ধরে না, কত বড় সাহস! 

গাদাগাদা শুল্ক রেডি রেখেছি ওর জন্য।

ট্রাম্পের পোস্টে কিছু বট আইডি তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট চাওয়া শুরু করে। অনুমান করা হচ্ছে চারটা পর্যন্ত তারা ভোট চেয়ে কমেন্ট অব্যাহত রাখবে। এরমধ্যে একটা কমেন্টে বেশ রিয়্যাকশন পড়েছে। কমেন্টটি হুবুহু তুলে ধরা হল: ডিয়ার ট্রাম্প, শুনেছি তুমি একসময় লীগ করতে। তোমার পরিবারও লীগ করত। লীগের সমর্থন করতে গিয়ে তুমি অনেক ঝামেলায়‌ও পড়েছ, আমাদের কাছে সব রেকর্ড আছে। এখন তোমাকে বিপদ থেকে মুক্ত করার দায়িত্ব আমরা নিতে পারি যদি আমাদের প্রার্থীকে ভোট দাও।

শোনা গেছে এই কমেন্ট দেখে ট্রাম্পের শুধু ঘাম হচ্ছে।

সে তো লীগ ফুটবল ভক্ত। একবার এক গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য গার্লফ্রেন্ডের কাছে ধরা খেয়ে  কম ঝামেলা পোহাননি। এটা ওরা কিভাবে জানলো?

৩৫ পঠিত ... ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে

Top