দেশের সার্বিক পরিস্থিতিতে নিজেকে শান্তিতে রাখায়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে শান্তিতে নোবেল দিতে চায় নোবেল কমিটি

১২ পঠিত ... ৪ ঘন্টা ৫২ মিনিট আগে

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে চলছে চরম অবনতিকর অবস্থা। দেশজুড়ে চলমান মব কালচার, চাঁদাবাজি, খুনখারাবি, ডাকাতি, সন্ত্রাস—সবকিছু একসাথে মিলেমিশে চলছে পূর্ণ উদ্যমে। সাধারণ মানুষ যখন এই পরিস্থিতিতে ভয়ে-আতঙ্কে কাঁপছে, তখনও ধ্যানমগ্ন যোগীর মতো শান্ত হয়ে আছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন অদ্ভুত শান্তভাবের নজির ইতিহাসে বিরল। কেউ কেউ বলছেন, উনি যেন দেশের আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা কোনো উপদেষ্টা নন, বরং ‘শান্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর’।

এমন অসাধারণ আত্মসংযম দেখে নোবেল কমিটিও হতবাক। অনেক ভেবে তারা সিদ্ধান্ত নিয়েছে, এ বছর শান্তিতে নোবেল তার হাতেই যাওয়া উচিত, যিনি শান্তিকে নিজের ভেতরে ধারণ করেছেন, বাইরে যাই হোক না কেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, চারপাশে যখন চলছে মবের রাজত্ব তখন তিনি পুলিশের ভাত-ডালের রিভিউ দিচ্ছেন আর মাঝেমাঝে এসে প্রেস  কনফারেন্সে মেসেজ ড্রপ করছেন এমন নির্ভেজাল শান্তিময় মানুষই কেবল শান্তিতে নোবেলের যোগ্য। 

তবে শোনা যাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো নোবেল নিতে সুইডেন যাবেন না। সে কারণে নোবেল কমিটি বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের এক সদস্য বলেছেন, আমরা চাইলে নোবেল সোজা সুইডেন থেকে উনার অফিসের জানালায় ছুরে মারতে পারি। এতে ওনার কোনো ঝামেলা হবে না। শান্তিতেই থেকে যেতে পারবেন। 

১২ পঠিত ... ৪ ঘন্টা ৫২ মিনিট আগে

Top