স্টোরিতে Green Day-র Wake me up when September ends গান দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৪ পঠিত ... ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে সাধারণ মানুষজন এমনিতেই ইন্টেরিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে নিয়ে নিয়মিত হাসিঠাট্টা করেন। প্রায়শই বলা হয়, তিনি নাকি সবসময় ঘুমিয়ে থাকেন। চুরি, ছিনতাই, খুন-খারাবি, অপহরণ—সবকিছু চললেও তিনি টেরই পান না। এসব সমালোচনার মাঝেই সেপ্টেম্বর শুরু হতেই হঠাৎ নিজের ফেসবুক স্টোরিতে কিংবদন্তি ব্যান্ড Green Day-র জনপ্রিয় গান ‘Wake Me Up When September Ends’ দিয়ে বসলেন উপদেষ্টা মহোদয়।

ঘটনার পরপরই ফেসবুক-টুইটারসহ সব সোশ্যাল মিডিয়ায় শুরু হলো নতুন ঝড়। একজন লিখেছেন, স্যার গানেই নিজের দায়িত্ব লিখে দিলেন—সেপ্টেম্বর শেষ হলে তাকে ডাকতে হবে। কিন্তু উনি যে লেভেলের ঘুমে থাকেন ওনার তো বছর শেষেও ডাকাডাকি করলে ঘুম ভাঙবে না। 

বিষয়টি নিয়ে তোলপাড় চলতে থাকলে এক ফেক ভিডিও কলে সাংবাদিককে হাজির হয়ে জাহাঙ্গীর সাহেব নিজের মতো করে ব্যাখ্যা দিলেন। কথোপকথন শুরুর আগেই তিনি আমাদের প্রতিবেদকের খোঁজ নিলেন, কেমন আছো? ভাত খাইছো নাকি? কী দিয়া খাইছো? টাকা-পয়সা জমাইছো কিছু? তারপর হেসে বললেন, আচ্ছা, এখন জিগাও কী জানতে চাও। ওই গান কেন দিছি? আসলে ঘুম-টুম কিছু না। আমি ছোটকাল থেকেই Green Day-র পাগলা ফ্যান। তাই সেপ্টেম্বর আসলেই এই গান স্টোরিতে দেই। তোমরা মাঝখান দিয়া অন্য কিছু ভাইবো না। 

১৪ পঠিত ... ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে

Top