আপনি কি পাড়ার একজন বড়ভাই? কিন্তু লোকজন আপনাকে পাত্তা না দিয়ে ঘুরে বেড়াচ্ছে? তবে আপনার জন্য আমরা এনেছি কিছু টিপস। যেগুলো ফলো করলে গুলির টার্গেট মিস হবে কিন্তু এলাকায় বড়ভাই হিসেবে আপনার প্রতিষ্ঠিত হওয়া মিস হবে না।
*আপনি এলাকার বড়ভাই কিন্তু এখনও এলাকার চা-সিগারেটের দোকানে বাকির খাতায় নাম নেই? তাহলে কীভাবে হবে? এখনই এলাকার দোকান থেকে বাকি খাওয়া শুরু করুন
*অন্য এলাকার কেউ যদি আপনার এলাকায় প্রেম করে তবে অবশ্যই আপনার পারমিশন নিয়ে করতে হবে। পারমিশন না নিলে এলাকাতেই ঢোকা নিষেধ
*এলাকায় নতুন কোন ফ্যামিলি আসলে তার হাঁড়ির খবর, বাড়ির খবর আপনাকে জানতেই হবে
*এলাকার কার গাছে বরই পাকল, কার মেয়ে ভেগে গেল, কার ছেলে জানালার গ্লাস ভেঙেছে–এইসব গ্যাঞ্জামের সমাধান আপনি ছাড়া এলাকায় আর কেউ করতে পারবে না
*আপনি যেটা বলবেন এলাকায় সেটাই আইন। মানলে মানবে না মানলে আপনার কী!
*এলাকার কোনো টুর্নামেন্ট আপনার পারমিশন ছাড়া হতেই পারবেনা!
*এলাকার যত ফেরিওয়ালা, টং দোকানদার আপনাকে পার্সেন্টেজ না দিয়ে ব্যবসা করবে? এত বড় সাহস?
*জুনিয়ররা সালাম না দিয়ে সামনে থেকে গেলে ধরে এনে সারাদিন সালাম দেওয়ার প্রাক্টিস করা। বেয়াদবগুলোরে প্রাক্টিস না করালে সোজা হবেনা
*আপনার সামনে জুনিয়ররা সিগারেট খাবে? এত সাহস কি করে হলো? ধরে আগে সিগারেটের প্যাকেট সিজ করে নিন, পরে সুযোগ বুঝে খাবেন