আসন্ন ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ অংশগ্রহণ করতে না পারায় নস্টালজিয়ায় ভুগছেন ভারতে পলাতক সংগঠনটির নেতারা। বিগত কয়েকদিন ডাকসুর উত্তাপ অনলাইন ছড়িয়ে পড়তে দেখলেও ভোটের মাঠে নামতে না পারার কষ্টে এবার তারা কলকাতা বিশ্ববিদ্যালয়কে কাকসু (কলকাতা বিশ্ববিদ্যালায় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন। প্রয়োজনে নির্বাচন আয়োজনের জন্য কাকসুতে দেশ থেকে লুট করা টাকা ডোনেট করতেও রাজি আছেন তারা।
ভারতে আত্মগোপনে থাকা এক শীর্ষ ছাত্রলীগ নেতা বলেন, এতদিন ভারতকে সার্ভিস দিয়েছি, এখন ভারতেই আছি। বলতে গেলে ভারতই আমাদের আসল হোম, বাংলাদেশ সেকেন্ড হোম। তাই কলকাতা ভার্সিটি যদি ডাকসু স্টাইলে কাকসু আয়োজন করে, তবে আমরা খুশি মনে তাতে দাঁড়াব। তিনি আরও যোগ করেন, শুধু কাকসু নয়, যদি এখানে আমাদের মুভমেন্ট জমে ওঠে তবে সামনে ভারতের জাতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেওয়ারও চিন্তা আছে।
অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টিকে বেশ আগ্রহ নিয়ে দেখলেও ভেতরে ভেতরে দুশ্চিন্তায় আছেন। একজন ছাত্র বলেন, কাকসু হবে ভাল কথা কিন্তু শুনেছি ছাত্রলীগ নাকি তাদের দেশে গেস্টরুমে বেশ অ্যাপ্যায়ন করত, এখানেও কী একই কায়দায় অ্যাপ্যায়ন করবে নাকি? তবে বিশ্লেষকরা মনে করছেন, ডাকসু থেকে বঞ্চিত হলেও কাকসু নিয়ে ছাত্রলীগের এই নতুন পদক্ষেপ ভারতে স্টুডেন্ট পলিটিক্স এক্সপোর্ট এর এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।