গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি, বিশ্বব্যাপী সমস্যা সমাধানে চাপ বেড়ে গেল ট্রাম্পের ওপর

১২ পঠিত ... ৪ ঘন্টা ৩ মিনিট আগে

বরিশাল থেকে গ্রেফতার হয়েছেন শান্তিতে নোবেল না পেয়েও শান্তির ফেরিওয়ালা বনে যাওয়া তৌহিদ আফ্রিদি। ভ্লগিং করে ক্যারিয়ার শুরু করলেও তৌহিদ আফ্রিদি মূলত পরিচিতি পান বন্ধুবান্ধবের মাঝে ঝগড়া মেটানোর মাধ্যমে। কোথাও ঝগড়া বাধলে সবার আগে ডাক পড়ত তার, তিনিও খুব সুন্দর করে বন্ধুদের ঝগড়া সমাধান করে দিতেন। 

স্বামী-স্ত্রী, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা কিংবা নায়ক নায়িকাদের ঝগড়া থামিয়ে তাদের মধ্যে পুনরায় বন্ধুত্ব স্বাপন করার জন্য যে তৌহিদ আফ্রিদি নিরলস কাজ করে যেতেন তিনিই আজ কারাগারের চার দেয়ালে বন্দী। বিশ্বব্যাপী সমস্যা সমাধানে বেগ পেতে হচ্ছে সবার।

আর কেউ লাইভে এসে দুজন দুজনকে সরি বলে সব কিছু মিটিয়ে ফেলতে বলবে না। সমাধান হবে না ভুল বোঝাবুঝির সমস্যা গুলো। সমস্যাগুলো সমস্যা হিসেবেই থেকে যাবে, এমটাই আশংকা সবার। এমন একটা মানুষ ছিল বলেই সোশ্যাল মিডিয়া কিছুটা হলেও পজেটিভ ছিল। আজ থেকে আবার সেই টক্সিক সব ঝামেলা হবে। 

তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন বেশ নড়েচড়ে বসেছে। তৌহিদ আফ্রিদির পর সমস্যা সমাধানে যোগ্য যদি কোনো ব্যক্তি থেকে থাকে সেটা একমাত্র ট্রাম্প। এত বড় দেশের একটা প্রেসিডেন্ট হবার কারণে এমনিতেই অনেক ব্যস্ত থাকতে হয়। এই সময়ে এসে আফ্রিদি জেলে যাওয়ায় কোনো কিছুর কূলকিনারা করতে পারছেন না ট্রাম্প। তৌহিদ আফ্রিদির শূন্যতা কাউকে না কাউকে তো পূরণ করতেই হবে। কপালে চিন্তার ভাঁজ দেখা যাওয়া কাল মায়ামিতে বিশেষ স্পা নিতে যাবার কথা আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। 

প্রেসিডেন্ট অফিস থেকে এক প্রেস কনফারেন্সে জানানো হয়েছে, আফ্রিদির মতো কাজ হয়ত প্রেসিডেন্ট ট্রাম্প করতে পারবেন না, তবে তিনি তার সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করবেন। এমনিতেই শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্বব্যাপী সমস্যা সমাধানের জন্য ট্রাম্প দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। আজ থেকে ২৪ ঘণ্টাই কাজ করবেন বলে মনস্থির করেছেন তিনি। 

সমস্যা সমাধানে আরও দক্ষ হবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত সহকারীকে তৌহিদ আফ্রিদির সবগুলো ভিডিও ডাউনলোড করতে বলেছেন। আগামী সাতদিন সব কাজ বন্ধ করে তিনি আফ্রিদির ভিডিওগুলো স্টাডি করবেন। ঠিক কীভাবে তৌহিদ আফ্রিদি কাজ করতেন সেটা যেমন শিখবেন তেমনি বিভিন্ন সমস্যা সমাধানের টেকনিকগুলোও রপ্ত করার ইচ্ছা আছে তার। 

তোমরা হতাশ হয়ে যেয়ো না। তৌহিদ না থাকলেও তোমাদের ট্রাম্প চাচা এখনও বেঁচে আছে। তোমরা সমস্যা বানাও, সমাধান করব আমি। আমি থাকতে তোমরা কোনো দুশ্চিন্তা করবে না। আপাতত আমি ডাকসু নিয়ে কাজ করব। ফরহাদ আর মেঘমল্লার নাকি অনেক ঝগড়া করে। ওদের বন্ধুত্ব করিয়ে আমি আমার কাজ শুরু করতে চাই, eআরকিকে এমনটাই জানিয়েছেন ট্রাম্প।

১২ পঠিত ... ৪ ঘন্টা ৩ মিনিট আগে

Top