গতকাল পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কন্টেন্ট ক্রিয়েট তৌহিদ আফ্রিদি। প্র্যাংক কন্টেন্ট বানানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল এই কন্টেন্ট ক্রিয়েটর। জুলাই আন্দোলনের হাসিনার পক্ষ নিয়ে অন্য ইনফ্লুয়েন্সার কিংবা সেলিব্রেটিদের হেনস্তা করার অভিযোগও রয়েছে এর বিরুদ্ধে। তবে জানা গিয়েছে গ্রেফতার হওয়ার বিষয়টিকে নেতিবাচকভাবে না নিয়ে এখান থেকেও সুযোগ খুঁজছেন আফ্রিদি এবং সূত্র জানাচ্ছে, জেলের ভেতর থেকেই শুরু হতে যাচ্ছে তার নতুন সিরিজ—প্র্যাংক ভিডিও উইথ পাপা।
সিরিজের প্রথম এপিসোডে নাকি তিনি একেবারে ফার্স্ট বেঞ্চে বসা কয়েদিদের কাছে গিয়ে বলবেন, ভাই এখানে ওয়াইফাই পাসওয়ার্ড কী? এরপর লুকানো ক্যামেরায় বন্দিদের বিরক্ত মুখই হবে এপিসোডের মূল আকর্ষণ।
শুধু তাই নয়, দ্বিতীয় এপিসোডে নাকি তিনি নতুন মাত্রার এক কাণ্ড ঘটাবেন। পরিকল্পনা রয়েছে জেলের পুলিশদের সামনে ‘ফেক কোর্ট অর্ডার’ দেখিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার। এ নিয়ে তিনি নাকি আগেই কয়েকটা ড্রাফট স্ক্রিপ্ট লিখে রেখেছেন। আফ্রিদির নিজস্ব দাবি, সেই ভিডিওর টাইটেল হবে—‘প্র্যাংকড জেল সুপার–গেট রিয়্যাকশন ইন 4K।’ এপিসোডে নাকি থাকবে অতিরিক্ত ড্রামাটিক মিউজিক আর স্লো-মোশন ইফেক্ট।
অন্যদিকে আফ্রিদির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি বেশ আশাবাদী এই সিরিজ শেষ হতে হতে তার সাবস্ক্রাইবার সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে। জেল থেকে বের হওয়ার পর সরাসরি ‘বিশ্বের প্রথম জেল-ভ্লগার’ হিসেবে গিনেস বুকে নাম তুলতেও প্রস্তুতি নিচ্ছেন আফ্রিদি। এমনকি মুক্তি পাওয়ার দিনও তিনি শেষ এপিসোড শুট করবেন—টাইটেল হবে ‘প্র্যাংকড দ্য ফ্রিডম–আনলকড ইন স্টাইল।’