বর্তমান ইন্টেরিম সরকারে বিভিন্ন কাজের জন্য বেশ দক্ষ এবং ক্ষেত্রবিশেষে অদক্ষ উপদেষ্টা আছেন। বাহারি এই উপদেষ্টমণ্ডলীর কেউ কেউ জীবন দিয়ে কাজ করে যাচ্ছেন তো কেউ যেখানে হাত দেন সেখানেই সমস্যা হচ্ছে। সবকিছু ছাপিয়ে নতুন এক উপদেষ্টা নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। অন্য সব উপদেষ্টার ফেসবুক পোস্ট ডিলিট করাই হবে যার প্রধান কাজ।
ইন্টেরিম সরকারের গত এক বছরের ফেসবুকীয় কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে সময়ে সময়ে তাদের ফেসবুক পোস্টগুলো ডিলিট করা লাগে। অধিকাংশ সময়ে দেখা গেছে সমালোচনার জল অনেকটুকু গড়িয়ে যাওয়ার পর, দেখা গেছে পোস্টগুলো ডিলিট করেছেন তারা। দীর্ঘ এই লিস্টে ড. মুহম্মদ ইউনূস, আসিফ নজরুল, সার্জিস আলম থেকে শুরু করে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও আছেন।
নানা ঘটনায় তারা পোস্ট দিয়েছেন এবং ডিলিটও করেছেন সময়ে সময়ে। সমালোচনার জল গড়ানোর আগেই পোস্টগুলো ডিলিট করার জন্য এই উপদেষ্টা সবার ফেসবুকে নজরাদারি করবেন এবং স্পর্শকাতর কিছু দেখলেই ডিলিট করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তার আরেকটা বিশেষ দায়িত্ব থাকবে উপদেষ্টা আসিফ নজরুলের পুরাতন পোস্টগুলো পড়ে সেখান থেকে বাছাই করে ডিলিট করা।
নতুন এই উপদেষ্টা নিয়োগ দেওয়ার হলে অন্যরা বেশ স্বস্তিমতো পোস্ট দিতে পারবেন এবং সময়মতো ডিলিট করা নিয়েও কোনো সমস্যা হবে না বলে বেশ উচ্ছ্বসিত। ধারণা করা হচ্ছে এ মাসেই নতুন উপদেষ্টা নিয়োগ পাবেন। সরকারের কর্তাব্যক্তিরা এরপর ফেসবুকে পোস্ট করা নিয়ে কোনো দ্বিধায় থাকবেন না বলে ফেসবুকে যেমন পোস্ট হবে উরাধুরা তেমনি মাঠের কাজ আরও গতিশীল হবে বলে eআরকিকে জানিয়েছে কয়েকটি অভ্যন্তরীন সূত্র।