গায়িকা, কন্টেন্ট ক্রিয়েটর, ফুটবলার সব থাকায় জেলে JAIL GOT TALENT শো আয়োজনের আগ্রহ America got talent আয়োজকদের 

১৪ পঠিত ... ৫ ঘন্টা ৬ মিনিট আগে

আওয়ামী লীগ পতনের পর ফুটবল খেলার নাম করে রাজনীতি করা ব্যারিস্টার সুমন, সংসদে গানের প্রতিযোগিতা জেতা গায়িকা মমতাজ আর ‘প্র্যাংকের নামে মানুষ হেনস্তা’ প্রতিযোগিতার অজেয় চ্যাম্পিয়ন তৌহিদ আফ্রিদি—এখন সবাই একই মঞ্চে, মানে জেলে। 

তাই এ সুবর্ণ সুযোগটি হাতছাড়া করতে চান না 'America’s Got Talent'-এর প্রযোজকরা। তারা জানিয়েছেন, যেখানে এত দিগ্‌গজ একই ছাদের নিচে সেখানে ট্যালেন্ট খুঁজতে লস এঞ্জেলেসে যাওয়ার কী দরকার? জেলখানার ভেতরেই পুরো একটা সিজন বানানো যাবে। শোয়ের নাম হিসেবে 'JAIL GOT TALENT' নামটি ইতিমধ্যেই ফাইনাল করা হয়েছে।  'America’s Got Talent'-এ সবাই অংশ নিতে পারলেও এই শোয়ে সবাই অংশ নিতে পারবে না। শুধুমাত্র আওয়ামী লীগ নেতা-কর্মী অথবা আওয়ামী লীগের হয়ে দালালি করে গ্রেফতার হয়ে জেলে থাকাই এখানে অডিশনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।  

প্রাথমিকভাবে সুমন, মমতাজ, তৌহিদ আফ্রিদিকে নিয়ে পরিকল্পনা সাজালেও পরবর্তী পলকের নিজে নিজে ইন্টারনেট বন্ধ করা কিংবা সালমান এফ রহমানের শেয়ারবাজার লুটের ম্যাজিকগুলোকেও এই শোয়ে নিয়ে আসার পরিকল্পনা আছে বলেও জানান শো সংশ্লিষ্ট একজন।  

প্রযোজকরা আরও জানিয়েছেন, ‘মমতাজের ফাইট্টা যায় গানটাকে থিম সং বানানো হলে শোয়ের জনপ্রিয়তা নিশ্চিত।’ কারণ জেলখানার পরিবেশে এই গানের লিরিক্সের সঙ্গে কয়েদিদের লাইফস্টাইল একেবারেই খাপে খাপে মর্জিনার বাপের মতো মিলে যায়। ভিউয়ারশিপের ব্যাপারেও তারা ভীষণ আশাবাদী। 'America’s Got Talent' তো আমেরিকার মধ্যেই জনপ্রিয়। কিন্তু 'JAIL GOT TALENT'-এর ভিউ আসল শো-কেও ছাড়িয়ে যাবে বলে এমনটাই বিশ্বাস করেন প্রযোজকরা।

১৪ পঠিত ... ৫ ঘন্টা ৬ মিনিট আগে

Top