ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে এক ছাত্রের মুখ চেপে ধরা ছবিকে অফিসিয়ালভাবে ‘এআই জেনারেটেড’ ঘোষণা করে DMP ফেসবুক পেজ। বিষয়টি ছড়িয়ে পড়ার পর থেকেই DMP-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসিঠাট্টা। তবে দেশের ভিতর বিষয়টি হাসাহাসির বিষয় হলেও আন্তর্জাতিক পর্যায়ে DMP-র এআই বিশেষজ্ঞকে নিয়ে পড়ে গেছে তোলপাড়।
DMP-র এআই বিশেষজ্ঞকে নিজেদের টিমে নিতে মরিয়া হয়ে পড়েছেন এলন মাস্ক, মার্ক জাকারবার্গসহ বিশ্বের বাঘা বাঘা টেক জায়ান্টরা। এলন মাস্ক এক টুইটে লিখেছেন, এমন এআই এক্সপার্টকে নিজেদের টিমে নিতে পারলে নিজেদের ব্যবসা আঙ্গুল ফুলে কলাগাছ নয় বটগাছ হবে। উনাকে পেলে এরপর থেকে টেসলা গাড়ির সব ক্র্যাশকেও এআই-জেনারেটেড বলে চালাতে পারব। অন্যদিকে পিছিয়ে নেই জাকারবার্গও। তিনি নাকি মেটার পরবর্তী প্রোডাক্টের নাম ভেবেছেন—Meta-Cop AI। যেখানে ব্যবহারকারীর মুখ চেপে ধরা হবে ভার্চুয়াল রিয়েলিটিতেই।
তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু সেই রহস্যময় এআই বিশেষজ্ঞ নিজে তেমন উচ্ছ্বসিত নন। বিদেশে ডলার বেতনের লোভ দেখিয়েও তাকে টানা যাচ্ছে না। তিনি আমাদের জানান, ওপেনে নয়, গোপনেই কাজ করতে বেশি ভালো লাগে আমার। মাস্ক আর জাকারবার্গের টিমে গেলে তো সব ওপেন সোর্স হয়ে যাবে, সেটা আমি চাই না।