মৃত ভোটার এবং রাতের ভোটের ব্যবস্থা না থাকায় ডাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলল নিষিদ্ধ ছাত্রলীগ  

১৮ পঠিত ... ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে

বিগত দিনগুলোতে ডাকসু নির্বাচন মানেই ছিল উত্তেজনা, পোস্টার, মাইকিং, মারামারি আর রাতের ভোটের আলাদা রোমাঞ্চ কিন্তু এ সবকিছু করত ছাত্রলীগ একা।  কিন্তু এবারের ডাকসু নির্বাচনের সময় নিষিদ্ধ ঘোষিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছে না সংগঠনটি। ছাত্রলীগের অনেকের দাবি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে এবারের নির্বাচনী আবহাওয়া। তাদের অনেকে এও বলেন, মৃত ভোটার নেই, রাতের ভোট নেই—এ কেমন নির্বাচন? একদম প্রহসনের নির্বাচন। 

নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, এমন নির্বাচন তো হাইস্যকর! আমাদের প্রজন্মের কাছে ভোট মানে রাতেই শেষ হয়ে যাওয়া। আর মৃত ভোটারদের অন্তর্ভুক্তি ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন হয় কীভাবে? 

একজন ক্ষুব্ধ সাবেক নেতা গর্ত থেকে মুখ বের করে লাইভে এসে বলেন, আমাদের সোনালি দিনগুলিতে মৃত ভোটাররা সবসময় আমাদের পাশে থাকত। রাতের আঁধারে ওরা লাইন ধরে হাজির হতো। তখনকার ডাকসু কিংবা জাতীয় সবধরণের নির্বাচনে সত্যিকারের গণতন্ত্রের ঘ্রাণ পাওয়া যেত। এখন মৃত ভাই-বোনদের ভোটাধিকার কেড়ে নিয়ে ওদের আত্মাকে অসম্মান করা হচ্ছে।

তার মতে, মৃত ভোটারদের অনুপস্থিতিতে গণতন্ত্রের আত্মা আজ বিপন্ন। শুধু রাতের ভোট নয়, ব্যানার ছিঁড়ে ফেলা, পোস্টারে কালি মাখানো, কিংবা প্রতিপক্ষকে হালকা ধাওয়া না দিলে নির্বাচনের উত্তেজনা অর্ধেক কমে যায়। সব মিলিয়ে এবারের ডাকসু নির্বাচনকে তারা বলছেন, ইতিহাসের সবচেয়ে নিরস ও প্রাণহীন নির্বাচন।

১৮ পঠিত ... ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে

Top