ডাকসু ভিপি পদপ্রার্থী হয়ে ক্যাম্পাসে আগুনঝরা বক্তৃতা দিয়ে আলোচনায় এসেছেন ছাত্রদলের আবিদ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ভিডিও শেয়ার করে লিখছেন—‘মাইক ভাঙার জন্য জন্মেছেন ভাই!’, আবার কেউ মন্তব্য করেছেন—‘এই ভয়েসে শুধু ভিপি নয়, ওয়াজ কমিটির প্রেসিডেন্ট হওয়া উচিত ভাইয়ের।’
কিন্তু যেটা নিয়ে মজা করছে সোশ্যাল মিডিয়ার মানুষজন, সেটাই সিরিয়াসলি নিয়েছে ওয়াজের বাজার। আয়োজকরা ইতিমধ্যেই তাঁকে বুকিং লিস্টে তোলার চেষ্টা শুরু করে দিয়েছেন। একজন প্রবীণ ওয়াজ আয়োজক বলেন, ওয়াজ গরম করার জন্য যেমন ভয়েস রেঞ্জ আর জোস দরকার, তার সবই আছে আবিদ ভাইয়ের মধ্যে। ওনাকে ওয়াজে নিয়ে আসলে লাউডস্পিকার কিংবা মাইক ভাড়া করার খরচও কমে যাবে, আমার বিশ্বাস উনি যদি এই লাইনে আসেন, বাকিদের ব্যবসায় লালবাত্তি জ্বলবে নিশ্চিত। অন্যান্য হুজুরদের তো আমরা হেলিকপ্টার দিয়ে নিয়ে আসি কিন্তু আবিদ ভাই এই লাইনে আসলে ওনার যাতায়াতের জন্য আমরা রকেটের ব্যবস্থাও করতে রাজি।
অন্যদিকে শোনা যাচ্ছে, কয়েকজন জনপ্রিয় হুজুর নাকি এখন ভয় পাচ্ছেন তাদের জায়গা হারানোর। অ্যান্টারকোটিক মহাদেশের কোনো এক গর্ত থেকে এককালে ইংলিশ প্রিমিয়ার লীগ কাঁপানো এবং বিশ্ববিখ্যাত ধনী বেল গ্রেডের বন্ধু এক হুজুর আক্ষেপ করে নিজের প্রোফাইলে ‘ডরে আমার শরীর কাঁপতাছে’ মিমটিও পোস্ট করেন।