পদত্যাগ এবং সরকার পতনের পর একদম শেখ হাসিনার মতোই হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এতে নেপালের জনগণ খুশি হলেও আতঙ্কে পড়ে গিয়েছেন শেখ হাসিনা। একদম তার স্টাইল কপি করে পালানোতে কপিরাইট হারানোর আতঙ্কে সরাসরি World Intellectual Property Organization (WIPO)–তে গিয়ে আবেদন করেছেন—Hasina style escape যেন তাঁর নামে পেটেন্ট হয়।
এ ব্যাপারে তিনি বলেন, এভাবে পালানো পৃথিবীর প্রথম ব্যক্তি আমি, এর কপিরাইট আমি ছাড়া অন্য কারও কাছে গেলে পেটেন্ট দেওয়া কমিটি একটা রাজাকারের বাচ্চা। নেপালের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জসিমের ‘ঐ শালার ঘরে শালা কম্পিটিশন লাগাইতে চাস’ মিমটিও পোস্ট করেন তিনি।
বিষয়টি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে দেশে-বিদেশে লুকিয়ে থাকা আওয়ামী নেতা-কর্মীরাও। এমনকি ‘Hasina style escape-এর পেটেন্ট আপার না হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগানে অনলাইন, অফলাইন মিছিলও করছেন তারা।