মবকে আমরা আরও যেসব কাজে লাগাতে পারি৷

১৫৪ পঠিত ... ১৮:২২, সেপ্টেম্বর ০৮, ২০২৫

মবের কাজ শুধু মাত্র জটলা পাকিয়ে কাউকে মারধর করা, মাজার ভাঙ্গা, হট্টগোলের মধ্যে রাখলে মবের যে পটেনশিয়াল আছে সেটাকে পুরোপুরি কাজে লাগানো যায় না। মবের মত মাল্টিডাইমেনশনাল ফোর্সকে দিয়ে বিভিন্ন রকম কাজ করানো যায় যদি মাথায় একটু ঘিলু থাকে। মবকে আসলে অনেক কাজেই লাগানো যায়, তবে এর মধ্যে যে দশটি কাজে না লাগালেই নয়, সেগুলো হলোঃ 

পুরোনো বাড়ি ভেঙে নতুন বাড়ি বানানোর জন্য

বাড়ি ভাঙার ক্ষেত্রে মবকে টেক্কা দেয়ার মতো কেউ নেই। এমনকি ক্যাটের বুলডোজারগুলোও মবের নাম শুনলে রামনাম জপতে শুরু করে। নতুন বাড়ি করার আগে পুরোনো বাড়ি ভাঙার জন্য ফ্রিতে মবকে কাজে লাগানো যেতে পারে। অনলাইনে বাড়িটা সম্পর্কে দুই-একটা মিসইনফরমেশন ছড়িয়ে  

নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেলেই হবে। সকাল হতেই নতুন বাড়ি তৈরির জন্য প্রস্তুত হয়ে যাবে জায়গাটা। 

 সিটি কর্পোরেশনের বর্জ্য্য পোড়ানোর কাজে

সারাদিনে সিটি কর্পোরেশনগুলাতে যে পরিমান বর্জ্য সংগ্রহ করা হয় সেটা একত্রে একটা পাহাড়ের সমান উঁচু হয়ে যায়। এই পাহাড়সম বর্জ্য পুড়িয়ে ফেললেই সাফ হয়ে যায়। প্রতি সপ্তাহে মব বাহিনীকে সাথে নিয়ে এই কাজগুলো করলে পরিবেশে গন্ধ থাকবে না, শহরটাও থাকবে পরিষ্কার।

মাটির নিচ থেকে খনিজ সম্পদ তোলার কাজে 

মবের অনেকগুলা স্কিলের মধ্যে একটা হলো মাটি থেকে বিভিন্ন কিছু তুলে বের করা। মৃতদেহ একসময় খনিজে রূপ নেয়। মৃতদেহ তোলার ক্ষেত্রে মবের যে অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগিয়ে মবের মাধ্যমে অনেক খনিজ সম্পদ তুলিয়ে নেওয়া যেতে পারে।

সরকারি জায়গা ও নদী দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজে

মবের হাত থেকে কেউ বাঁচতে পারে না। সরকারি জায়গা দখল করে যারা থাকে তাদের সহজে উচ্ছেদ না করা গেলেও এই কাজটা একমাত্র মব দিয়েই সম্ভব। সরকারি জমি ও নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে মবই হতে পারে একটি কার্যকরী অস্ত্র।

পাওনা টাকা তোলার কাজে সাহায্য করতে

এমন কোনো বন্ধুকে টাকা দিয়েছেন যে টাকা উদ্ধার করতে পারছেন না? সকালে ফোন দিলে বলে বিকেলে দিবে, বিকালে জানাল কাল-পরশু। মবকে কাজে লাগিয়ে আপনি সহজেই নিজের পাওনা টাকা উদ্ধার করে ফেলতে পারেন। শুধু তাদের খুশি করে দেওয়ার জন্য কিছু একটা উপটৌকন দিলেই হবে। 

ইট ভাঙার কাজে লাগান

ভাঙ্গাভাঙ্গির ক্ষেত্রে মব বাহিনীকে কেউ টেক্কা দিতে পারবে না। নতুন বাড়ি বানানোর জন্য যদি আপনার কয়েক হাজার ইট ভাঙ্গাতে হয় তাহলে মব বাহিনীকে খোঁজ দিন, তারা একত্রে এক-বেলায় আপনার জন্য সব ইট ভেঙ্গে ফেলবে। তাদের মতো সার্ভিস প্রফেশনাল ইট ভাঙার কারিগরও দিতে পারবে না। 

বাচ্চাকে ঘুমের সময় ভয় দেখানোর কাজে

বাচ্চা সহজে ঘুমাতে না চাইলে আগে জুজু আসার ভয় দেখাত বাবা-মা। এখন আপনি জুজু আসার ভয়ের জায়গায় মবের ভয় দেখাতে পারেন। মবের ভয়ে চুপটি করে ঘুমিয়ে যাবে আপনার সোনামনি। মবের ভয়ে ঘুমাতে গেলে বিছানা ভেজাতে পারে আপনার সোনামনি এজন্য ঘুমানোর আগে বিছানায় মোটা কাপড় বিছিয়ে নিন। 

কাঞ্চনজঙ্ঘাকে দেশে আনানোর জন্য

পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মন খারাপ হয়? একদল মবই পারবে আপনার মুখে হাসি ফুটিয়ে তুলতে। মবকে কাজে লাগিয়ে নেপাল থেকে কাঞ্চনজঙ্ঘাকে তুলা আনার প্রকল্প নিলেই হবে। ঘুম থেকে উঠেই দেখবেন কাঞ্চনজঙ্ঘা আপনার জানালার পাশে হাজির হয়ে গেছে। 

১৫৪ পঠিত ... ১৮:২২, সেপ্টেম্বর ০৮, ২০২৫

Top