এনসিপি শেষ পর্যন্ত শাপলা প্রতীক না পেলে যা যা করতে পারে 

৮৩ পঠিত ... ৭ ঘন্টা ১ মিনিট আগে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না। এ বিষয়ে ইসির সিদ্ধান্ত অপরিবর্তিত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। শাপলা প্রতীকে নির্বাচনে মরিয়া হয়ে থাকা এনসিপি যেকোনো ভাবেই শাপলা প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণ করতে চায়। নির্বাচন কমিশন বনাম এনসিপির এমন পরিস্থিতিতে শাপলা প্রতীক না পেলে এনসিপি যা করতে পারে তা ভাবার চেষ্টা করলাম।

১. নিজেরাই একটা আলাদা ব্যালট ছাপিয়ে ফেলতে পারে। এরপর সেই ব্যালটেই নির্বাচন করতে নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে। 

২.  নির্বাচন কমিশনারের বাসায় টানা এক মাস ট্রাক ভর্তি  শাপলা ফুল পাঠিয়ে প্রতিবাদ জানাতে পারে।

৩. নির্বাচন কমিশন ফ্যাসিস্টদের মত আচরণ করছে বলে নিজেরাই অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন গঠন করতে পারে। সেখানে নিজেদেরকে শাপলা মার্কা দিয়ে নিজেরাই আলাদা একটা নির্বাচন করতে পারে। 

৪. শাপলা না দিলে নির্বাচন কমিশনকে কলিজা খাওয়ানোর হুমকি দিয়ে দেখতে পারে। এনসিপির হুমকিতে মাশাআল্লাহ কাজ হয়!  

৫. শাপলা না পেলে শেষমেষ মনের দুঃখে জাতীয় পার্টির কোনো অক্ষত অফিস ভাঙচুর করে দেখতে পারে। ভালো লাগবে। 

৬. নাসিরুদ্দিন পাটোয়ারি ও রিফাত রশিদকে কাজে লাগানো যায়। শাপলা বিল থেকে রাতের আঁধারে দেয়াল টপকে গিয়ে শাপলা চুরি করে এনে নির্বাচনের আগের রাতে ব্যালটে সেই শাপলাফুলগুলো রেখে আসতে পারে। 

৭. নাইট অপারেশন সিস্টেম করা যায়। প্রথম আলাদা করে শাপলা প্রতীকের ব্যালট ছাপাতে হবে। এরপর রাতের আঁধারে নির্বাচন কমিশনে ঢুকে ব্যালটের জায়গায় নিজেদের বানানো ব্যালট রেখে আসতে পারে। তবে আগে থেকে ব্যালটে সিল দেওয়া যাবে না। নির্বাচনের এই বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। 

৮. শাপলা না পেলে নির্বাচন কমিশন অফিসের সামনে গণ গড়াগড়ি খেয়ে কান্নাকাটির আয়োজন করতে পারে। ছোট বাচ্চারা কান্নাকাটি করলে নির্বাচন কমিশন বাধ্য হয়ে শেষমেষ শাপলা দিয়েও দিতে পারে। 

৯. শাপলা প্রতীক বরাদ্দ না দিলে নির্বাচন থেকে সড়ে এসে ভিন্নভাবে ক্ষমতায় যাওয়া যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। 

৮৩ পঠিত ... ৭ ঘন্টা ১ মিনিট আগে

Top