সুষ্ঠু নির্বাচন ফিরে আসলে চাকরি হারাবেন যারা

৪৩৬ পঠিত ... ১৭:২৩, জুন ১২, ২০২৩

সুষ্ঠু-নির্বাচন

এআই আসার পর অনেকেরই চাকরি হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে। একইভাবে কোনো দেশে যদি সুষ্ঠু নির্বাচন ফিরে আসে তাহলেও অনেকের চাকরি পড়বে হুমকির মুখে। দেখুন, আপনার চাকরিও এই লিস্টে আছে কিনা।

১# মৃত ভোটার কমিউনিটিঃ

সুষ্ঠু নির্বাচন ফিরে আসলে সবার আগে চাকরি হারাবে মৃত ভোটার কমিউনিটি। অত্যাধুনিক এআই তখন তাদের জায়গা দখল করে নেবে। সেই দেশের মানুষ আর ভোটের দিন তাদের মৃত আত্বীয়স্বজনের সাথে দেখা করতে পারবে না।

২# পোলিং এজেন্টকে গলাধাক্কা অফিসারঃ

সুষ্ঠু নির্বাচন ফিরে আসলে পোলিং এজেন্টকে আর কেন্দ্র থেকে বের করতে হবে না। ফলে যারা এতোদিন পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জীবিবানির্বাহ করতেন তাদের ছুটতে হবে নতুন পেশার সন্ধানে।

৩# কেন্দ্র দখল বাহিনীঃ

ভোটের দিন কেন্দ্র দখল করে যারা জীবিকা নির্বাহ করতেন তাদেরকেও নতুন করে ভাবতে হবে নিজেদের ভবিষ্যৎ নিয়ে। এই পেশায় থাকা অনেকেই জমি দখল, নদী দখল, সরকারি জায়গা দখল, হলের রুম দখলসহ অন্যান্য পেশায় নিজেদেরকে মানিয়ে নিতে পারেন।

৪# হেলমেটবাহিনীঃ

সুষ্ঠু নির্বাচনে চেহারা দেখাতে কোনো বাধা নেই। ফলে হেলমেটবাহিনী চাকরি হারাতে যাচ্ছেন। চাকরি হারালেও হেলমেট পরতে আপনাদের কো্নো বাধা নেই। বাইক চালানোর সময়ও হেলমেট পরতে পারবেন। কিংবা পরতে পারবেন আন্দোলন সংগ্রামের সময়ও।

৫# সুষ্ঠু ভোট প্রোপাগান্ডা কমিউনিটিঃ

সুষ্ঠু ভোট হওয়ার সবচেয়ে বড় আইরনিই মনে হয় এটি। সুষ্ঠু ভোট হলে সুষ্ঠু ভোট প্রোপাগান্ডা কমিনিটির আর দরকারই হয় না। তবে আপনারা চাইলে এবার সুষ্ঠু ভোট প্রোপাগান্ডাকে পেশা হিসেবে নিতে পারেন।

৪৩৬ পঠিত ... ১৭:২৩, জুন ১২, ২০২৩

Top