সম্প্রতি বাংলাদেশের পাসপোর্টের মান কমে গিয়েছে। এটা অবশ্যই বেশ চিন্তার বিষয়। পাসপোর্টকে শক্তিশালী করতে আমরা কী কী করতে পারি সেটি নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করলাম।
১. পাসপোর্টকে শক্তিশালী করতে জিমে ভর্তি করিয়ে দিতে হবে। নিয়মিত জিম করে সিক্স প্যাক বানাতে পারলেই শক্তিতে আর কেউ পেরে উঠবে না।
২. পাসপোর্টকে প্রতিদিন বিকেলে হরলিক্স মেশানো দুধের সাথে হানি-নাটস খেতে দিতে হবে। যেকোনো দুর্বলতা কেটে যাবে, হয়ে উঠবে অনন্ত যৌবনা।
৩. কাগজের তৈরি পাসপোর্ট খুব একটা শক্তিশালী না, ফুঁ দিলেই উড়ে যায়, তাই লোহা দিয়ে পাসপোর্ট বানাতে হবে। অন্তত তিন-চার কেজি ওজন হলে সেই পাসপোর্ট শক্তিশালী না হয়ে যাবে কোথায়?
৪. পাসপোর্টের গোপন দুর্বলতা কাটাতে নিয়মিত কলিকাতা হার্বাল খাওয়াতে হবে।
৫. নিয়মিত সকালে ও বিকেলে জগিং করলে শরীর হয় সুস্থ, কেটে যায় দুর্বলতা। তাই পাসপোর্টকে প্রতিদিন সকালে ও বিকেলে জগিং করতে পাঠাতে হবে।
৬. বাইরের দেশগুলোতে IELTS এর ভালো স্কোরের বেশ কদর রয়েছে। পাসপোর্টকে শক্তিশালী করতে তাই IELTS-এর বিকল্প নেই।
৭. পাসপোর্ট যেন মানসিকভাবেও দুর্বল হয়ে না পড়ে এজন্য তাকে নিয়মিত আয়মান সাদিকের মোটিভেশনাল স্পিচ শোনাতে হবে।
৮. পাসপোর্টকে আয়নার সামনে নিয়ে বলতে হবে, তুমি পারবেই। তোমাকে পারতেই হবে, শক্তিশালী হতেই হবে। এতে পাসপোর্টের মনোবল বাড়বে এবং সে নিজে থেকেই শক্তিশালী হয়ে উঠবে।