বাংলাদেশের অন্যতম স্বৈরাচার শেখ হাসিনা শত শত ছাত্র হত্যার পরে পালিয়ে আছে ভারতের লুটিয়েন্স বাংলোয়। সেখান থেকে তাকে কোনোভাবেই শাস্তির আওতায় আনা যাচ্ছে না। কিন্তু তাতে দমে নেই আমাদের ইন্টেরিম গভর্নমেন্ট। নানান পদ্ধতি অবলম্বন করে তাকে শাস্তি দিয়েই যাচ্ছে। এর অন্যতম উদাহরণ; রাজাকারের মুক্তি। তবে, তাদের যেন প্ল্যানের অভাব না হয় তাই সেই সুবিধার কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি শাস্তির আরও কিছু যুগান্তকারী পদ্ধতি।
১#
শেখ হাসিনার ছবি ফ্রেমিং করে সেটা যাবজ্জীবন কারাদণ্ডের জন্য দিয়ে দেওয়া যায়।
২#
শেখ হাসিনাকে যেহেতু কারাগারে পাঠানোর ব্যবস্থা করা যাচ্ছে না সেহেতু কারাগারকেই তার কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া যায়।
৩#
একটা ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার একটা ডামি নির্বাচন করে সেই ডামিকে শাস্তির আওতায় নিয়ে আসলেও চলে।
৪#
আইরনি করে তার শাস্তির কথা ভুলে যাওয়া যায়। তারপর সে শাস্তি পেতে চাইলে সমস্বরে বলা যায় আইরনি, আইরনি!
৫#
তাকে দেশে পুনরায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ghost করা যায়। মানুষ সব মেনে নিতে পারলেও ghosting মেনে নিতে পারে না।