যে সকল সম্ভাব্য কারণে পদত্যাগ থেকে সরে আসলো ইউনূস

৫৪৪ পঠিত ... ১৬:৩১, মে ২৫, ২০২৫

23

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে জানা গেছে, তিনি পদত্যাগ করছেন না। কিন্তু কেন পদত্যাগ করছেন না? রাজনৈতিক দলের নেতারা কী এমন বলেছেন তাকে? চলুন জেনে আসা যাক—

১#

নাহিদ গিয়ে শুয়ে পড়েছেন যমুনার মেইন ফটকের সামনে। ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি যদি পদত্যাগ করেন, তাহলে আমার লাশের উপর দিয়ে করতে হবে।

২#

সালাহউদ্দিন আহমেদ গিটার হাতে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে গেয়ে উঠেছেন গান—

যেও না সাথী,

ও হো হো হো, হো হো, ও হো হো!

একেলা চলেছ কোথায়!

৩#

আলী রিয়াজ ড. ইউনূসের হাত ধরে বলেছেন, ভাইয়া! আপনি এই সংসারের বড় ছেলে! আপনি চলে গেলে এই সংসারের কী হবে? আমাদের কী হবে?

৪#

তাসনিম জারা মাতৃভাব নিয়ে ড. ইউনূসকে বলেছেন, যেতে চাইলে তুই চলে যা, তবে মনে রাখিস, ফিরে এসে আমার মরা মুখ দেখবি!

৫#

জামায়াতের আমির শফিকুর রহমান কী বলেছেন, তা তো আপনারা জানেনই!

৫৪৪ পঠিত ... ১৬:৩১, মে ২৫, ২০২৫

Top