রাস্তায় ট্রিমার সন্ত্রাস দেখলে তাকে ডেকে নিয়ে যা যা করবেন

৮৫ পঠিত ... ১১ ঘন্টা ২৯ মিনিট আগে

সম্প্রতি দেশের রাস্তাঘাটে ট্রিমার হাতে কিছু সন্ত্রাসীর আবির্ভাব হয়েছে। রাস্তায় কাউকে দেখলেই ধরে ধরে ট্রিমার দিয়ে তাদের চুল কেটে দিচ্ছে। কেউ কেউ এদের ডাকছেন ট্রিমার সন্ত্রাসী বলে! রাস্তায় এমন ট্রিমার সন্ত্রাসী দেখলে কী করবেন? তাই জানাচ্ছে eআরকি! 

১. বর্তমানে চুল-দাড়ি কাটার খরচ অনেক বেশী। পকেট ফ্রেন্ডলি সেলুনেও ১০০ টাকার না। মধ্যমপন্থি সেলুনে নেয় ২০০। একটু পশ সেলুনে ৫০০ টাকাও নেয়। রাস্তায় কোনো ট্রিমার সন্ত্রাসী দেখলে তাকে ধরে বাসায় নিয়ে যান! এরপর বাড়ির সবার চুল-দাঁড়ি কাটার কাজটা ফ্রিতে তাকে দিয়েই সারিয়ে ফেলুন! 

২. এইসব ট্রিমার সন্ত্রাসীদের ধরে গ্রামীণ ব্যাংকে নিয়ে একটি লোন-এর ব্যবস্থা করে দিন। লোন নিয়ে যাতে সে একটি সেলুন দিয়ে বউ-বাচ্চা নিয়ে কোনোরকম খেয়ে-পরে বেঁচে থাকতে পারে।  

৩. কাটাকাটিতে যেহেতু তাদের ব্যাপক আগ্রহ, তাদের হাত থেকে ট্রিমার নিয়ে হাতে ধরিয়ে দিন কাস্তে কিংবা কোদাল। এরপর ধান কাটার কাজে লাগান, মাটি কাটার কাজে লাগান। গাছের ডাল-পালা কেটে দেওয়ার কাজেও লাগাতে পারেন। 

৪. লোকটা হয়তো বেকার! কাজ পাচ্ছে না! সেজন্য রাস্তায় হেঁটে হেঁটে মানুষের চুল কেটে বেড়াচ্ছে। তাকে জাপটে ধরুন! এরপর আশেপাশের কোনো একটা সেলুনে নিয়ে কাজে লাগিয়ে দিন।

৫. সবচেয়ে ভালো হয়, এমন ট্রিমার সন্ত্রাসী দেখামাত্রই পাকড়াও করে পুলিশের হাতে সোপর্দ করলে! এরপর তারা থানায় গিয়ে আরাম করে আসামীদের চুল কাটবে!

৮৫ পঠিত ... ১১ ঘন্টা ২৯ মিনিট আগে

Top