ভাতের হোটেল সার্ভিস বন্ধ; নতুন সার্ভিস ‘উঠাও’ আনল ডিবি

১৭১ পঠিত ... ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে

ডিবির গত দীর্ঘদিনের ব্যবসা ছিল ভাতের হোটেল। বেশ জনপ্রিয় এই দীর্ঘদিনের ব্যবসা গত জুলাইয়ের পর বন্ধ হয়ে যাওয়ায় ডিবি বেশ লসের মুখে পড়েছে। এই লস থেকে বেঁচে উঠতে ডিবি নিয়ে এসেছে নতুন সার্ভিস ‘উঠাও’। গত ১৮ নভেম্বর ডিবি তাদের এই নতুন সার্ভিসের শুভ উদ্বোধন করে। 

গত ১৮ নভেম্বর দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধানকে গভীর রাতে বাসা থেকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় ডিবির কার্যালয়ে, পরে সকাল ১০টার দিকে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় সবাই বেশ হতচকিত হয়ে পড়ে। ডিবির কার্যালয়ের এক প্রতিনিধি ফেক ফোনকলে আমাদেরকে জানান, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি আমাদের নতুন সার্ভিস ‘উঠাও’। আসলে গভীর রাতে উবার বা পাঠাও পাওয়া যায় না, আবার সেগুলোতে যাওয়াও নিরাপদ নয়। তাই আমরা ভেবে দেখলাম, আমরা যদি এই সার্ভিস দিই, এটি যেমন নিরাপদ হবে, তেমনই আমরা লসের হাত থেকে বাঁচতে পারব। 

ডিবি প্রধানের সাথে ফেক সাক্ষাৎকার নিতে গেলে তিনি আমাদেরকে জানান, গভীর রাতে আমাদের গাড়িগুলো কোনো কাজেই লাগে না। এরচেয়ে যদি এটি দিয়ে আয় করা সম্ভব হয় তাহলে আমাদের জন্যই এটা ভালো। আমরা ‘উঠাও’ অ্যাপ আনার জন্য কাজ শুরু করেছি। এখন থেকে রাতে আপনাদের কোথাও যেতে ইচ্ছে হলে আমাদের এই সার্ভিসটি নিতে পারবেন। এটি আপনাদের বাসা থেকে তুলে নিবে আবার বাসায় পৌঁছেও দিয়ে যাবে। তাছাড়া যাত্রাও হবে নিরাপদ।

এই সার্ভিসটি নিয়ে জনগনের মতামত কী তা জানার জন্য আমাদের প্রতিনিধি ফার্মগেট মেট্রোর নিচে দাঁড়িয়ে থাকা একজনের কাছে জানতে চাইলে তিনি জানান, ডিবি নতুন সার্ভিস খুলছে? ভালাই হইছে, মইধ্যরাইতে বন্ধুর বাসা থেকে আসার সময় আর ঝামেলা হইব না। আগেরবার কুত্তার দৌড়ানি খাইছিলাম।

আমাদের অফিসের আরেক প্রতিনিধি জানিয়েছে মাঝে মাঝে অফিসের কাজ করতে করতে দেরি হয়ে যায়। বাসায় যেতে পারি না, আর অফিসে শুয়ে মশার কামড় খেতে হয়। আমার জন্য এটা একটা ব্লেসিং। আমি ‘উঠাও’ নিয়ে খুব আশাবাদী। এই সার্ভিসটি তাড়াতাড়ি সব জায়গায় চালু হোক।

১৭১ পঠিত ... ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে

Top