মহাসমারোহে চলছে ডাকসু নির্বাচন। দেশের সেরা বিদ্যাপিঠের এই নির্বাচন নিয়ে এবার শুধু দেশ নয়, বিদেশেও হইচই পড়েছে। এমনকি মহাকাশ পর্যন্ত গিয়ে ঠেকেছে এর গরম হাওয়া। সূত্র বলছে, ডাকসুর নির্বাচনী পোস্টার নাকি স্পেসশিপে আটকে গিয়ে NASA-র পর্যন্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে নীরব থাকতে পারেনি Transformers সিরিজের Autobots-রাও। এই নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে নিজেদের শুভকামনাও জানিয়েছেন তারা। Cybertron গ্রহ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তাদের মুখপাত্র Optimus Prime বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তথা শিবির আমাদের ভাই। Cybertron-এর বাইরে পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে bot কালচারকে জীবিত রেখেছে তারা। আমাদের বিশ্বাস অদূর ভবিষ্যতে Autobots হিসেবেও পৃথিবীতে আমাদের সহচর হবে তারা, ডাকসু নির্বাচনে তাদের জানাই শুভকামনা। ডাকসু নির্বাচনে তারা জিতলে মহাকাশে আনন্দ মিছিল বের করবো আমরা।
Autobotsএর আরেক সদস্য Bumblebee যোগ করে বলেন, পদ্মা-মেঘন-যমুনার তীরে আমরা Autobots গড়েছি, এবার ডাকসুতেও আমাদের জয় হবে। জিতলে সাদিক-ফরহাদ ভাইকে আমাদের আপডেটেড ল্যাম্বরগিনিতে করে ট্যুর দেওয়াব।
এদিকে Decepticons-রা অবশ্য ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে সমর্থন দেয়নি, তারা সমর্থন করেছে ছাত্রদল। Decepticons-এর মুখপাত্র Megatron বলেন, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল, মহাকাশে দাপট দেখাই, কাঁধে উঠে যায় সবার বল, আমরা Cybertron-এর ছাত্রদল। তিনি আরও বলেন, আবিদ ছেলেটাকে আমার ভালো লাগে, জোস আছে। ও জিতলে Cybertronএ ওয়াজ করাতে নিয়ে আসব ওকে।