আত্মপ্রকাশ করলেন নেপালের সাদিক কায়েম, প্রস্তুতি নিচ্ছেন কাকসু নির্বাচনের

৪৫ পঠিত ... ৬ ঘন্টা ২৭ মিনিট আগে

একদম বাংলাদেশের শেখ হাসিনার মতোই আন্দোলনের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালের অবস্থা দেখে বাংলাদেশিদের রীতিমতো দেজাভু হচ্ছে কারণ ওখানে সব হচ্ছে একদম বাংলাদেশের মতো করেই। 

নেপালের এমন রাজনৈতিক অস্থিরতার মাঝেই হুট করে আত্মপ্রকাশ করেছেন নেপালের সাদিক কায়েম। শুধু আত্মপ্রকাশই নয়, তিনি জানিয়ে দিলেন, তাঁর নেতৃত্বাধীন ‘নেপালি গুপ্তসংঘ’ প্রস্তুতি নিচ্ছে কাকসু (কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের জন্য। 

সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি হাসিমুখে বলেন, কী কেমন দিলাম? এতদিন অস্তিত্ব টিকিয়ে রাখতে নেপালী ছাত্রলীগের সাথে ছিলাম, তবে এগুলো সবই ছিল স্ট্র্যাটেজিক মুভ, আপনারা আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে কইরেন না। একদম আপনাদের মডেলেই আত্মপ্রকাশ করলাম। কাকসু নির্বাচনে জেতার টেকনিক শেখার জন্য আমি দ্রুতই ঢাকা যাচ্ছি—ডাকসুর নতুন ভিপি আমার পিও ভাই, পিও অভিভাবক, গুপ্ত রাজনীতির দিগ্‌গজ আসল OG সাদিক কায়েম ভাইয়ের কাছ থেকে দিক-নির্দেশনা নিতে।

৪৫ পঠিত ... ৬ ঘন্টা ২৭ মিনিট আগে

Top