টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফলাফলও পেয়ে গেল সবাই। কেউ খুশি হয়েছে, কেউ হয়েছে আশাহত আবার কারও কিছুই যায় আসেনি, ঘুমিয়েছে রাতে বেশ আরাম করে। তবে এই নির্বাচন নিয়ে বেশ চটেছে বিড়াল সমাজ।
ডাকসুর নির্বাচনী প্রচারণায় এবার রাজত্ব করেছে বিড়ালেরা। বিড়ালের সাথে ছবি তোলা, বিড়াল নিয়ে প্রচারণা চালানো থেকে শুরু করে প্রচারণা লিফলেটগুলোতেও ছিল বিড়ালের আনাগোনা। এ বিষয়ে জনৈক বিড়ালের সাথে কথা বলা হলে তিনি বেশ ক্ষুব্ধ হয়ে জানান, প্রচারণার সময় তো ঠিকই আমাদেরকে কাজে লাগিয়েছেন, এখন আমাদেরকে না দিলেন কোন পদ, না দিলেন টাকা পয়সা। আমাদেরকে আমাদের স্টেক বুঝিয়ে দেয়া হোক। বিফ স্টেক হলে ভালো হয়।
এদিকে বিড়াল উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ করা হলে এই সংস্থার সভাপতি আমাদের জানান, আমাদের কাছে থেকে অনুমতি না নিয়েই আমাদেরকে কাজে লাগিয়েছে একদল স্বার্থান্বেষী মহল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের পাওনা স্টেক সঠিকভাবে বুঝিয়ে না দিলে কঠিন আন্দোলন করা হবে। প্রয়োজনে রাস্তায় নেমে ম্যাওনেশন করা হবে। এ ব্যাপারে তিনি বাংলার সব বিড়ালকে ডাকসু প্রার্থীদের বিরুদ্ধে এক হতে আহ্বান জানিয়েছেন।