কেপি অলি শর্মা সমর্থকদের Survival hacks শেখাতে চায় আওয়ামী নেতাকর্মীরা 

১৫ পঠিত ... ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে

পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়েছেন নেপালি প্রধানমন্ত্রী কেপি অলি শর্মা। তিনি পালিয়ে গেলেও দেশে রয়ে গেছে তার লাখো সমর্থক। নেতা পালিয়ে যাওয়ায়, শেখ হাসিনার সমর্থকদের মতো তাদেরও মোটামুটি কঠিন সময় চলছে, এই অবস্থায় কেউ পাশে না থাকলেও তাদের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী নেতাকর্মীরা। 

তাদের দাবি, সরকার পতনের পর কীভাবে ‘চুপচাপ গর্তে লুকিয়ে থেকেও বুক ফুলিয়ে বেঁচে থাকা যায়’, সেটাই তারা সবচেয়ে ভালো জানেন। তাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে নেপালি ভাইদের টিকে থাকার কলা কৌশল শেখাতে চান তারা। এক পলাতক আওয়ামী নেতা, যিনি বর্তমানে গোপন এক গর্ত থেকে ফেসবুক চালান, বলেন, আমরা অভিজ্ঞ, আমরা সিনিয়র। এক বছরেরও বেশি সময় ধরে গর্তে থেকে কীভাবে বেঁচে থাকা যায়, সে ব্যাপারে  আমাদের রয়েছে ডক্টরেট লেভেলের জ্ঞান। সাবেক অত্যাচারী সরকারের সমর্থকদের জন্য Survival hacks দিতে পারলে আমরা আনন্দিত হব। আর হিসেবে ধরতে গেলে তারা আমাদের পলাতকতুতো ভাই, তাদের দিকে আমরা সাহায্যের হাত না বাড়ালে কে বাড়াবে? 

এই Survival hacks কোর্সে কী শেখানো হবে সে ব্যাপারে বিস্তারিত না বললেও আওয়ামী আরেক কর্মী বলেন, ভাঙ্গা হিন্দিতে ভারতের নিউজ চ্যানেলে প্রোপাগান্ডা, অনলাইন প্রোপাগান্ডা এবং ঝটিকা মিছিল করে দ্রুত পালিয়ে যাওয়ার টেকনিক এগুলো সবই শেখানো হবে এই কোর্সে। পাশাপাশি নেতার সাথে মাস্ক পরে অনলাইন লাইভ মিটিং করার লেটেস্ট টেকনিকও থাকবে এই কোর্সটিতে। এদিকে আওয়ামী নেতা কর্মীদের উদ্দেশ্য করে নেপালের সদ্য পতন হওয়া সরকারের এক নেতার নিজের ফিডে মমতাজের ‘আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম।’

১৫ পঠিত ... ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে

Top