ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভকামনা জানিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এক ওসি। শুভকামনা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নির্বাচন হেরে যায়। শুধু তাই নয়, সেই ওসি ভাইকেও চাকরি হারিয়ে বাড়ি গিয়ে শান্তিতে চা খেতে হচ্ছে।
এই ঘটনার পর নড়েচড়ে বসেছেন দেশের স্বঘোষিত কুফা ইন্ডাস্ট্রির একচ্ছত্র সম্রাট কুপা রায়হান। আমাদের প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, কুফা শিল্পে এতদিন আওয়ামী লীগের মতো আমার একচ্ছত্র আধিপত্য ছিল। আমি চাইলে কারও বিয়ে ভেঙে যায়, কারও পিও দল হেরে যায়, আবার কারও পিও অভিভাবক জার জার ওবস্তান থেকে পালিয়ে যায়। কিন্তু এই ওসি ভাই তো দেখি আল্ট্রা লেজেন্ড এক শুভকামনাতেই ছাত্রদল হারল আবার তার নিজের চাকরিও গেল। ওসি শালা আমার সাথে কম্পিটিশন লাগাইতে নামছে কম্পিটিশন। এছাড়া কুপা ভাই আরও বলেন, ওসি ভাইরে আমি কুফা ভাইদের ইউনিয়নে নিতে চাইতেছিলাম। কিন্তু বুঝতেছি, উনি তো সরাসরি সিংহাসন দখলের প্ল্যান করছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনার পর দেশে কুফা মার্কেটে মনোপলি ভাঙতে চলেছে, আর এতে কুপা রায়হানের বহু বছরের একচেটিয়া কুফা ব্যবসায় লালবাত্তি জ্বলবে নিশ্চিত। এমনকি ওসিকে অনেক কুফা এক্সপার্টরা ওসি কুফা লিমিটেড নামে সোশ্যাল মিডিয়ায় দ্রুত পেইজ খোলার আহবানও জানিয়েছেন।