স্বৈরাচারদের পলায়নের সুবিধার্থে উবার নিয়ে এলো কপ্টার রাইড

৩৮ পঠিত ... ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে

২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পলায়ন করার পর এক নতুন ট্রেন্ডের সূচনা হয়েছে। এই ট্রেন্ডে নতুন করে যুক্ত হয়েছে নেপালের প্রধানমন্ত্রী। একই স্টাইলে দুজনই হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ায় নতুন এক সার্ভিসের সম্ভাবনার উদয় হয়েছে।

পুরো বিশ্বে এখনও যত স্বৈরাচারী শাসক আছে তাদের সুবিধার কথা চিন্তা করে তাই উবার নিয়ে এসেছে কপ্টার রাইড। সেনাবাহিনী দিয়ে হেলিকপ্টারের ব্যবস্থা করা যেমন ঝামেলার তেমনই সময়সাপেক্ষ। এক্ষেত্রে বেশ বড় রকম রিস্ক থেকে যায়। তাই উবার নিয়ে এসেছে এর সহজ সমাধান। শুধু বাসার ছাদে উঠে কপ্টার রাইড বুক করলেই নিমেষে উড়ে আসবে হেলিকপ্টার, নামিয়ে দেবে গন্তব্যে।

এই সার্ভিস আসায় খুশি হয়েছেন কিম জং উন, পুতিনসহ আরও অনেকে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধি তাদের মনের কথা জানতে গেলে পুতিন জানান, মাঝে মাঝে আমি বেশ চিন্তায় থাকতাম বাংলাদেশের মতো দেশ ছেড়ে পালানোর প্রয়োজন হলে যদি হেলিকপ্টারে তেল না থাকে তখন কী করব? ধন্যবাদ উবারকে, আমার এই চিন্তার অবসান ঘটিয়েছে।

এদিকে উবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, যেভাবে দেশে দেশে প্রধানমন্ত্রীদের হেলিকপ্টারে করে পলায়ন শুরু হয়েছে তাতে এই সার্ভিসটি চালু করা ছিল সময়ের দাবী। 

৩৮ পঠিত ... ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে

Top