আপনার প্রেমিককে যে ১০টি বিষয়ে অবশ্যই শিক্ষা দেবেন 

পঠিত ... ৩ ঘন্টা ৩১ মিনিট আগে

প্রেম শুধু ফুল, গোলাপ, লাভ ইমোজি নয়, এটা আসলে শিক্ষা আর ট্রেনিং-এর জায়গা। একজন আদর্শ প্রেমিক হতে হলে কিছু বেসিক শিক্ষায় পারদর্শী হওয়া চাই। না হলে প্রেমিকা হাসবে, ক্ষেপবে, আবার ব্লকও দিতে পারে। তাই প্রেমিককে অবশ্যই নিচের ১০টি বিষয়ে শিক্ষা দিতে হবে। 

১. রিল পাঠালে সে রিলের মেজাজ অনুযায়ী হাহা বা লাভ রিঅ্যাকশন দিতে হবে। এটা একটা বেসিক রিলিক ম্যানার। একজন আদর্শ প্রেমিক কখনোই প্রেমিকার রিল সিন না করে ফেলে রাখে না, রিলে তাৎক্ষণিক রিঅ্যাকশনও দেয়! 

২. প্রেমিকার বন্ধু, কাজিন, কলিগদের গণহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয় না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও গণহারে তাদের ছবিতে লাভ রিঅ্যাক্ট দিতে হয় না। লাভ রিঅ্যাক্ট দিলেও ইনবক্সে হাই-হ্যালো করতে হয় না। 

৩. মিমের বিনিময়ে মিম পাঠাতে হয়! চুপ করে থাকতে হয় না। এটাকে বলে মিমাতো ভদ্রতা। প্রেমিক হিসেবে এই ভদ্রতা অবশ্যই জানা থাকা জরুরি। 

৪. প্রেমিকা ছবি আপলোড দিলে তা দেখেও না দেখার ভান করতে হয় না। লাভ দিতে হবে। ‘হেই বিউটিফুল’ লিখে কমেন্ট করতে হয়৷ সম্ভব হলে 'মাই লাভ' লিখে শেয়ারও করতে হয়। 

৫. প্রেম হওয়ার এক সপ্তাহের মাথাতেই প্রেমিকার সকল সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইতে হয় না। এক মাস পর অথবা এক বছর পর অথবা এক জীবনেও পাসওয়ার্ড চাইতে হয় না। এটি এক ধরনের সন্দেহবাতিকতা। 

৬. প্রেম ভেঙে গেলে প্রেমিকার ছবি, মেসেজের স্ক্রিনশট এখানে সেখানে প্রকাশ করে বেড়াতে হয় না। সম্ভব হলে সবকিছু ডিলিট করে দিতে হয়। এতে দুজনই ভালো থাকে। 

৭. প্রেমিকা কোথায় যাচ্ছে, কী করছে, কার সাথে যাচ্ছে, ওয়েটিং-এ কেন, ফোন বিজি কেন, মেসেজ সিন করে না কেন! সবসময় এইসব প্রশ্ন করতে হয় না। বরং এইসব ইনসিকিউরিটিজ বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিতে হয়৷ 

৮. প্রেম ভেঙে গেলে বন্ধু-বান্ধবের কাছে গিয়ে প্রেমিকাকে স্লাটশেমিং করতে হয় না৷ বরং কেউ সাবেক প্রেমিকাকে নিয়ে স্লাটশেমিং করলে, বাজে মন্তব্য করলে তার প্রতিবাদ করতে হয়৷ এতে পুণরায় প্রেমিকার সাথে প্যাঁচআপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যথায় সারাজীবনেও কারও প্রেম হবে না, সিঙ্গেলই মরবে। 

৯. সবসময় প্রেমিকাই বাটিতে করে নুডুলস নিয়ে আসবে এইসব পুরোনো ধ্যান-ধারণা থেকে বের হওয়া শেখান।  শুধু প্রেমিকার জন্যই প্রেমিক খাবার রান্না করে নিয়ে আসবে—এমন ম্যানারের প্রতি তাকে শ্রদ্ধাশীল করে তুলুন। 

১০. নির্বাচনে ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা যাই থাকুক না কেন, প্রেমিকের ভোট যেন সবসময় প্রেমিকার ঠোঁটেই পড়ে! এই বিষয়টাও তাকে শেখান।

পঠিত ... ৩ ঘন্টা ৩১ মিনিট আগে

Top