ব্রেকআপ জীবনেরই একটা অংশ। জীবনে প্রেম আসবে, ব্রেকআপও আসবে। কিন্তু অনেকে এই ব্রেকআপ সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে কেউ হাত কাটে, ইঁদুরের ওষুধ খায়! কেউ খায় ঘুমের ওষুধ খায়। কিন্তু আপনি জানেন কি? এইসব না করেও ব্রেকআপের কষ্ট ভোলা যায়। চলেন এমন কিছু টিপস আজকে জেনে নেই।
১. ব্রেকআপ হয়ে গেলে হাত না কেটে কষ্ট ভোলার জন্য আপনার এমন এক বন্ধুকে খুঁজে বের করুন যারও সদ্য ব্রেকআপ হয়েছে। এরপর তার সাথে ব্রেকআপ নিয়ে আলোচনা করুন। দেখবেন, আরেকজনের ব্রেকআপের কষ্ট শুনলে নিজের ব্রেকআপের কষ্ট কমে যাবে।
২. হাত কেটে রক্ত বের না করে কোনো মুহুর্ষু রোগীকে রক্ত দিয়ে আসুন। এতে হাত না কেটেও রক্ত বের করার মজা পাবেন। এছাড়াও রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর নেকি তো থাকছেই। যাকে বলে এক ঢিলে দুই পাখি!
৩. ব্রেকআপ যেহেতু হয়েই গেছে! ডেটের খরচ তো আর নাই! এই টাকা করবেন কী! বন্ধুদের নিয়মিত ট্রিট দিন। সময় ভালো কাটবে। ব্রেকআপের কষ্টও ভুলে যাবেন।
৪. অনেক কিছু করার পরও যদি হাত কাটার নেশা না কমে তাহলে মাটি কাটতে পারেন। একটা কোদাল আর একটা ঝুড়ি নিয়ে সুবিধাজনক একটা জায়গা খুঁজে বের করুন। এরপর সেখানে মাটি কাটতে থাকুন। মাটি কেটে একটা গর্ত করুন। এরপর আবার সেই গর্ত ভরান। দেখবেন, ভালো লাগবে।
৫. রান্না ঘরে চলে যান। মাকে রান্নাবান্নায় হেল্প করুন। রান্নাবান্নার সারাদিনের সকল কাটাকাটি নিজেই করুন। পেঁয়াজ, মাছ, মুরগি, কাঁচামরিচ, আদা, রসুন যা যা কাটা দরকার সব কাটুন। বাসায় রান্নার কাজে হেল্প করার লোক থাকলে তাকে বিদায় করে দিন। তাহলে আরও বেশি বেশি কাটাকাটি করতে পারবেন।