নির্বাচনের মাঠে আরও যেসব কার্ডের দরকার

১৬ পঠিত ... ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে

নির্বাচনের মাঠে এখন শোনা যাচ্ছে নানা ধরনের কার্ডের নাম। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আরও কার্ডের নাম হয়তো সামনেই শোনা যাবে। কী কী সেই কার্ডের নাম? সেটাই চিন্তা করেছে আমাদের eআরকি আইডিয়ানিস্ট টিম।

 

সিঙ্গেল কার্ড

সিঙ্গেলরা পাবে এই কার্ড। এই কার্ড দেখালে সরকার পর্যায়ক্রমে সকল সিঙ্গেলকে মিঙ্গেল হওয়ার সুযোগ করে দেবে।

 

মান্থ এন্ডিং কার্ড

মাসের শেষে যারা অভাবে পড়ে তাদের জন্য এই কার্ড। এই কার্ড দেখালে মাসের শেষে ৫০০-১০০০ টাকা সরকার থেকে লোন দেয়া হবে।

 

কাচ্চি কার্ড

যারা কাচ্চি খেতে পছন্দ করে তারা পাবে এই কার্ড। এই কার্ড দেখালে যেকোনো কাচ্চির দোকান কার্ডধারিকে এক প্লেট কাচ্চি দিতে বাধ্য থাকবে।

 

সামার লাভার কার্ড

এই কার্ড দেখালেই রুমের ভেতর সরকার হিটার ফিট করে দেবে।

 

ট্যুর কার্ড

প্রতি মাসে ট্যুর দিতে ইচ্ছা করে, কিন্তু পকেটে টাকা নাই। তাদের জন্য থাকবে ট্যুর কার্ড। এই কার্ড দেখালে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটা ট্যুরের ব্যবস্থা করা হবে।

 

কাজের খালা কার্ড

এই কার্ডের আওতায় থাকা পরিবারের কাজের খালা যখন তার মামার শালার শ্বশুরের ভাইয়ের মেয়ের জামাইয়ের শরীর খারাপের জন্য কাজ করতে আসবে না, তখন সরকার থেকে টেম্পোরারি কাজের খালা পাঠানো হবে।

 

সারপ্রাইজ কার্ড

অনেকেই আছেন যাদেরকে কেউ গিফট দেয় না। সারপ্রাইজ দেয় না। তাদের জন্য থাকবে সারপ্রাইজ কার্ড। যখনই সারপ্রাইজ পাইতে ইচ্ছা করবে এই কার্ড শো করলে সারপ্রাইজ পাওয়া যাবে।

১৬ পঠিত ... ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে

Top