আইসিসিতে গণতন্ত্র ফেরাতে চান ট্রাম্প!

২৪ পঠিত ... ১৯ ঘন্টা ৩ মিনিট আগে

আসন্ন টি২০ বিশ্বকাপ নিয়ে সৃষ্ট আলোচনা, সমালোচনা, দল বদল, নতুন দলের এন্ট্রি নজরে এসেছে ডোনাল্ড ট্রাম্পের। এমন টালমাটাল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইসিসিতে গণতন্ত্র ফেরাতে এবার মাঠে নামতে চান ট্রাম্প।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নট অনেক ট্রুথ বাট অলসো আনসোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প মাত্র‌ই, একটু আগেই উদ্বীগ্নতা প্রকাশ করে বলেন, হোয়াট ইজ দিস! হোয়াটস গোয়িং অন! একটু ভেনিজুয়েলা, গ্রিনল্যান্ড নিয়ে কাজ করছি আর এদিকে কী সব ঘটে যাচ্ছে!আমি থাকতে এসব ফ্যাসিজম হতে দেয়া যাবে না।

ট্রাম্পের বক্তব্য হচ্ছে, যেহেতু আইসিসিতে কোন গণতন্ত্রই নেই, সেক্ষেত্রে তাকে মাঠে নামতে হবে।

কোন মাঠ তাও বলে দিয়েছেন ট্রাম্প। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরাসরি নেমে তারপরগণতন্ত্র প্রতিষ্ঠায় লেগে যাবেন তিনি।

ট্রাম্পের এই বক্তব্যে একজন কমেন্ট করে বলেন, আইসিসির হেডকোয়ার্টার তো ভারতে না বস, আয়ারল্যান্ডে!

‘ওহ শাটাপ!’ বলে তাতে রিপ্লাই দিয়ে ট্রাম্প লেখেন, হোয়াট আই নো ইজ আই নো, ইউ উইল নেভার নো!

ট্রাম্প ঘোষণা দেন যে গণতন্ত্র ফেরাতে আইসিসিতে সবার আগে দরকার ইলন মাস্কের স্টারলিংক। আজ‌ই এ ব্যাপারে মাস্কের সাথে কথা বলে ৫০% শুল্কারোপ করে আইসিসিতে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে, যাতে গণতন্ত্র নিয়ে ৫০০ এমবিপিএস স্পিডে কথা এগোয়।

আইসিসি প্রধানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, খেলিছ, এ বিশ্ব লয়ে। বিরাট শিশু, আনমনে! একবার আসতে দাও আমায়, বুঝবে কত বলে কত ওয়াইড আর কয়টা ফ্রি হিট!

ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে আইসিসি থেকে এখনও কোনো মন্তব্য আসেনি‌। ধারণা করা হচ্ছে রাতেই বোর্ড সভা বসতে পারে‌। হতে পারে ভোটাভুটিও; ট্রাম্প ক্যা আয়েঙ্গে? ‘হ্যাঁ'/না’

 

 

২৪ পঠিত ... ১৯ ঘন্টা ৩ মিনিট আগে

Top