সম্প্রতি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে ‘ক্ষেপালে হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না’ এমন ঐতিহাসিক সতর্কবার্তা দিয়ে রাজনীতির ফ্যাশন জগতে নতুন আতঙ্ক ছড়িয়েছেন এনসিপির এমপি পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। বক্তব্যটি ছড়িয়ে পড়ার পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্যান্ট-সংকট, বিশেষ করে প্রতিপক্ষ নেতাদের মধ্যে।
প্রতিপক্ষ দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টা খুবই শংকার। রাজনীতি করিই তো হাংকিপাংকি করার জন্য। এখন যদি হাংকিপাংকি করলেই হাফপ্যান্ট খুলে যায়, তাহলে তো সেটা জাতীয় লজ্জা হয়ে যাবে। তিনি আরও জানান, আপাতত ফুলপ্যান্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, সঙ্গে থাকছে ‘বিশেষ লকসমৃদ্ধ বেল্ট’।
এদিকে রাজধানীর কয়েকটি টেইলার্স দোকানে হঠাৎ করেই ‘অ্যান্টি-হাংকিপাংকি বেল্ট’ , ‘লক-ডাউন হাফপ্যান্ট’-এর অর্ডার বেড়ে গেছে। এক দর্জি বলেন, নাসির ভাইকে ধন্যবাদ, উনার এক কথাতেই আমাদের ব্যবসয়া সবুজবাত্তি জ্বলছে।
নাসিরউদ্দিন পাটোয়ারীর ঘনিষ্ঠ মহল বলছে, উনার বক্তব্য আসলে ‘নৈতিক সতর্কতা’। একজন সমর্থক ব্যাখ্যা দেন, ভাই বলতে চেয়েছেন হাংকিপাংকি কমান, নইলে শুধু রাজনীতি নয়, প্যান্টও যাবে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা দাবি তুলেছেন, নির্বাচন কমিশন যেন প্রার্থীদের জন্য ‘প্যান্ট-ফিটনেস সার্টিফিকেট’ বাধ্যতামূলক করে।


