সায়েন্সল্যাব মোড়ে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে চায় UN

১১৪ পঠিত ... ১৬:১২, জানুয়ারি ২২, ২০২৬

20 (2)

সায়েন্সল্যাব মোড়ে তিন কলেজের গ্যাঞ্জাম যেন এক নিত্যনিমিত্তিক ব্যাপার। এক চিরন্তন সত্য। সূর্য যেমন পূর্বদিকে ওঠে, নদীর পানি যেমন মোহনায় মেলে তেমনি সাইন্স ল্যাবে মোড়ে কদিন পরপর গ্যাঞ্জাম হওয়াই যেন ঢাকাবাসীর জন্য ধ্রুব সত্য। সরকার বদলেছে, ট্রাফিক সিগন্যাল বদলেছে, এমন কি মোড়ের পাশের দোকানের মেনুও বদলেছে কিন্তু গ্যাঞ্জাম বদলায়নি। শেষ পর্যন্ত বিষয়টি আন্তর্জাতিক গুরুত্ব পাওয়ায় জাতিসংঘ (UN) সিদ্ধান্ত নিয়েছে, এবার আর না। সায়েন্সল্যাব মোড়ে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতেই হবে।

আজকের গ্যাঞ্জামে আইডিয়াল কলেজের ছাত্ররা ঢাকা কলেজের বাস নিয়ে আসার পর UN মুখপাত্র বলেন, এই গ্যাঞ্জাম থামাতেই হবে। প্রয়োজন হলে মধ্যপ্রাচ্য, আফ্রিকায় থাকা সকল ইউনিটকে নিয়ে আসবো। ঢাকা, সিটি আর আইডিয়াল কলেজের ছাত্রদের আমাদের শান্তির ছায়াতলে নিয়ে আসতেই হবে। UN সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নীল হেলমেটধারী বাহিনী মোড়ে দাঁড়িয়ে দুই পক্ষকে আলাদা করবে এবং প্রয়োজনে “ভাই ভাই’ বলে মাইকিং করবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক দোকানদার UN কে উদ্দেশ্যে করে বলেন, এতদিনে আপনাগো ঘুম ভাংসে। UN যদি আগে আসত, তাইলে আমার দোকানের ছাউনি পাঁচবার ভাঙত না। বিশেষজ্ঞদের মতে, সায়েন্সল্যাব মোড়কে ডিমিলিটারাইজড জোন (DMZ) ঘোষণা করা হলে ভবিষ্যতে এটি পর্যটন স্পট হিসেবেও গড়ে উঠতে পারে। বিদেশিরা এসে দেখবে ঢাকার এই জায়গায় একসময় নিয়মিত সংঘর্ষ হতো কিন্তু কী কারণে কেউই ঠিক জানতো না। সবশেষে UN এর আরেক কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা পুরো দুনিয়া সামলেছি। সায়েন্সল্যাবও সামলাতে পারবো ইনশাল্লাহ।

১১৪ পঠিত ... ১৬:১২, জানুয়ারি ২২, ২০২৬

Top