বিয়ের অনুষ্ঠানের আরও ৯টি আজব আইডিয়া

৪৩৮ পঠিত ... ১৭:২৩, জানুয়ারি ২৪, ২০২৬

বিয়ে মানেই হলুদ নাইট আর রিসেপশন নয়! থাকতে পারে আরও নানা ধরনের আয়োজন। এমনই ৯টি অভিনব বিবাহের ইভেন্ট জেনে নিন আজকের আয়োজন থেকে। নিজের বিয়েতে কিংবা বন্ধুর বিয়েতে কাজে লাগাতে পারবেন।

 

১। ঝগড়া-বিবাদ নাইট: বিয়ের পর স্বামী-স্ত্রী ঝগড়া করবে এটাই জগতের নিয়ম। কে কেমন ঝগড়া করে সেটা জানার জন্য একটা ঝগড়া নাইটের দরকার।

 

২। কনফেস নাইট: মানুষ মানেই অপকর্ম। অনেকক্ষেত্রে বিয়ের পর এইসব অপকর্ম ফাস হয়ে যায়। যা সংসারে নানাবিধ সমস্যার সৃষ্টি করে। তাই বিয়ের আগেই একটা কনফেস নাইটের দরকার আছে। এখানে পাত্র-পাত্রী নিজেদের জীবনের নানান অপকর্ম কনফেস করবে।

 

৩। রোস্ট নাইট: পাত্র-পাত্রীর ঘনিষ্ঠ বন্ধুরা মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে নবদম্পতির হাঁড়ির খবর ফাঁস করবে। এই রোস্ট নাইটে কোনোভাবেই ফুফাদেরকে দাওয়াত করা যাবে না।

 

৪। ট্রুথ অর ডেয়ার: ট্রুথ অর ডেয়ার খেলার মাধ্যমে বর ও কনে নিজেদের অতীত জীবনের গোপন কথা একজন আরেকজনকে জানাবে। দুজন দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আদানপ্রদান করবে। এবং একজন আরেকজনেরটা চেক করবে। 

 

৫। এক্স গেট টুগেদার নাইট: এই নাইটে বর-কনে দুজনের সব এক্সদেরকে ইনভাইট করা হবে। তারা আসবে, খাবে, একে-অন্যের সাথে পরিচিত হবে। দরকার হলে পাত্র-পাত্রীর ভালো লাগা-খারাপ লাগাগুলো হবু বর-কনের সাথে শেয়ার করবে। 

 

৬। প্রি-ডিভোর্স প্ল্যানিং নাইট: এখন বিয়ে আর টিকেইবা কয়দিন! তাই বিয়ের আগেই একটা প্রি-ডিভোর্স প্লানিং নাইট করা যেতে পারে। ডিভোর্স হলে কীভাবে হবে, কতদিন পর হতে পারে, প্রোগ্রাম করা হবে নাকি হবে না ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই নাইটে।

 

৭। টেস্ট ড্রাইভ নাইট: এই ইভেন্টে পাত্র-পাত্রীকে নানানভাবে টেস্ট করা হবে। যেমন পাত্রী এইদিন সবাইকে রান্না করে খাওয়াবে। পাত্র ঘর গোছানো ও বাথরুম পরিস্কার করার টেস্ট দিতে পারে। এছাড়া দুজন চাইলে বিয়ের একসাথে ঘুমিয়ে টেস্ট ড্রাইভ করে নিতে পারে। তেমন কিছু না, মূলত ঘুমের মধ্যে কে নাক ডাকে তা তো জানা দরকার।

 

৮। খুঁত খুঁজে বের করা নাইট: পাত্র-পাত্রীর শুধু পাত্র-পাত্রীকে পছন্দ করলেই হবে না। আছে আরও অনেক আত্মীয়-স্বজন। যাদের অন্যতম প্রিয় কাজ হল, খুঁত খুঁজে বের করা। একটা ইভেন্টের আয়োজন করা যায় যেখানে সকল আত্মীয়-স্বজন থাকবেন। তারা পাত্র ও পাত্রীর বিভিন্ন খুঁত খুঁজে বের করবেন।

 

৯। রিল দেখা নাইট: রিল এখন মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। রিল দেখা, একে-অন্যকে রিল পাঠানো হয়ে গেছে সংস্কৃতির পার্ট। একটা নাইট থাকবে রিল নাইট। এই নাইটে সবাই মিলে রিল দেখবে, একে-অন্যকে রিল পাঠাবে ও রিল বানাবে।

 

৪৩৮ পঠিত ... ১৭:২৩, জানুয়ারি ২৪, ২০২৬

Top