লেখা: কৃপাসিন্ধু জয়
মন থেকে অনেক করে চাইলেও ট্রাম্প শান্তিতে নোবেল পুরষ্কার পাননি। না পেয়ে তো দুনিয়াজুড়ে অশান্তির জন্ম দিচ্ছেন তো দিচ্ছেনই, পেলে কী হতো তা চলুন দেখে নেওয়া যাক।
১। তৌহিদ আফ্রিদিকে আর ভিডিও কলে বন্ধুদের ঝামেলা মেটাতে হতো না। কিছু দায়িত্ব ট্রাম্প নিজের কাঁধে তুলে নিত
২। মাচাদোকে তার নোবেল আর ট্রাম্পকে দেওয়া লাগত না। ভরা বাজারে এভাবে অপমান হতে হতো না সুইডিশ রয়্যাল একাডেমিকেও
৩। ট্রাম্পকে আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইতো আমেরিকার মানুষ
৪। আমেরিকা জুড়ে তৈরি হতো মবের চাষাবাদ। শান্তি বজায় রাখতে স্বয়ং ট্রাম্প হয়ে যেতেন হিমু
৫। ট্রাম্প টাওয়ারের সকল টেক্স ও কর আরও মওকুফ হয়ে যেত! ট্রাম্প বিশ্ববিদ্যালয় নামে খুলতেন নতুন একটা বিশ্ববিদ্যালয়
৬। আমেরিকায় শুল্কমুক্ত করে দিতেন নোবেল পুরস্কার
৭। আমেরিকা জুড়ে আয়োজন হতো সাপ্তাহিক ড্রোনশো-এর। আইনশৃঙ্খলা ভেঙে পড়ার আনন্দে করা হতো স্কাই ডাইভিং


