সবই নিয়ে গেলো গো

১২৮ পঠিত ... ১৭:০৩, সেপ্টেম্বর ২২, ২০২৫

চীন চেয়েছিল সেন্টমার্টিন দ্বীপ তুলে নিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরের জলরাশির মাঝে এমন কোথাও স্থাপন করতে, যাতে ঐ দ্বীপে বসে যুক্তরাষ্ট্রের রণতরীর দিকে চোখ রাখা যায়। কিন্তু বাধ সাধল যুক্তরাষ্ট্র। সে প্রস্তাব দিল, সেন্টমার্টিনের মাটি জাহাজে করে নিয়ে গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন ভরাট করে হাউজিং এস্টেট চালু করা হবে। এই এস্টেটের মালিকানা থাকবে ক্লিনটন ফাউন্ডেশন ও মেলানিয়া কনসোর্টিয়ামের হাতে। যন্ত্র ঐ একটাই, ষড়যন্ত্র আর কি।

চীনকে তখন বিকল্প প্রস্তাব দেওয়া হলো, তিস্তা চরের বালি আর জাফলং এর পাথর নিয়ে গিয়ে পরিকল্পিত দ্বীপ তৈরি করার। কথা অনুযায়ী কাজ হলো।

পরে জাপান বলল, সুন্দরবনের কাঠ যদি পাই তবে হোক্কাইডোতে সুদৃশ্য অবকাশ যাপন কেন্দ্র নির্মাণ করা যায়। জাপান সে কাঠ নিল।

ভারত মন খারাপ করে বলল, প্রতিবেশীর কি কোনো হক নাই, কেমনতর মুসলমান গো আপনারা। তখন আম, ইলিশ আর আদানির বিদ্যুৎ বিলের সঙ্গে কিছু এক্সট্রা টাকা ধরে দেওয়া হলো, যাতে তা থেকে লুটিয়েন্সের অনাথ আশ্রম চলতে পারে।

রাশিয়া চেয়ে বসল খাঁটি কিছু বামপন্থী, কারণ এমন বিশুদ্ধ বাম আর অবশিষ্ট নেই সেখানে।

পাকিস্তান রাশিয়ার কাছ থেকে আইডিয়া চুরি করে বলল, বাংলাদেশের মতো শক্তিশালী ডানপন্থী তো পাকিস্তানে অবশিষ্ট নেই। তাই আপনাদের আমিরকে যদি এখানে কিছু দিন প্রশিক্ষণ দিতে পাঠান, এর পরিবর্তে হানিয়া আমির গিয়ে কিছুদিন সানসিল্ক শ্যাম্পু বিক্রি করে আসুক।

ব্রিটেন তখন কান্নাজড়িত কণ্ঠে বলল, কোহিনুর ফেরত দেব ঢাকার কাছে, আওয়ামী লীগের মানিকগুলোকে হয় নিয়ে যান অথবা ভারতে থাকার ব্যবস্থা করে দেন। যত্রতত্র মিছিল বিক্ষোভ করে লন্ডনটাকে গোপালগঞ্জ বানিয়ে ফেলল এরা।

তুরস্ক এত সব লেনদেনের খবর শুনে প্রস্তাব রাখল, অর্থনীতির মন্দাবস্থা কাটাতে বাস, টেম্পু, ট্যাক্সি-স্ট্যান্ডে কিছু শুল্ক আদায় কর্মী প্রয়োজন। দক্ষ বিএনপি কর্মী যদি কিছু পাওয়া যেত।

বেলারুশের লুকাশেঙ্কো তখন প্রস্তাব পাঠান, যুগের পর যুগ স্বৈরাচারী শাসন চালিয়ে বড্ড একঘেয়ে লাগছে। বিরোধী দল নির্মূল করেছি। বোরিং লাগে, গা-টা বড্ড ম্যাজম্যাজ করছে। এনসিপির কিছু কর্মী পাঠান। বৈষম্যবিরোধী আন্দোলন করুক। দেখব কেমন সাংগঠনিক ক্ষমতা ওদের। এতই যখন পারে, লুকাশেঙ্কোকে ক্ষমতাচ্যুত করে মস্কো পাঠাক দেখি।

উত্তর কোরিয়ার কিম জং উন ফোন করে বলেন, আমি হতভাগাই কিছু পেলাম না দেখছি। আমার তো অনেকদিন ধরেই একটা গৃহপালিত বিরোধী দল প্রয়োজন। পাঠাবেন নাকি জাতীয় পার্টিকে।

১২৮ পঠিত ... ১৭:০৩, সেপ্টেম্বর ২২, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top