গান-বাজনা থেকে পাওয়া টাকা-পয়সা ও ফেইমও দান করে দেবেন তাহসান 

১১৫ পঠিত ... ১৭:৪৩, সেপ্টেম্বর ২২, ২০২৫

সম্প্রতি বিদেশের এক কনসার্টে সঙ্গীতশিল্পী তাহসান খান জানিয়েছেন, এটাই তার শেষ কনসার্ট। গান-বাজনা আর করবেন না। মেয়ে বড় হয়েছে, স্টেজে উঠতে লাফালাফি করতে তার আর ভালো লাগে না। 

এদিকে একটি গোপন সূত্র থেকে জানা গেছে, শুধু গান-বাজনাই ছাড়ছেন না তাহসান। গান-বাজনা থেকে আয় করা টাকা ও ফেইমও দান করে দেবেন। সেজন্য খুঁজছেন এতিমখানা। নিজের ফেক আইডি থেকে তাহসান বলেন, যৌবনে অনেক বেলাল্লাপনা করছি। আর করব না। দ্বীনের পথে চলে আসব। ভাবতেছি জামায়াত ইসলামেও যোগ দিতে পারি। পাশাপাশি গান-বাজনা থেকে আয় করা টাকাও দান করে দিব। এইগুলা হারাম। আল্লাহ আমাকে হারাম জিনিস না খাওয়াক। 

এদিকে তাহসানের এক ভক্ত জানিয়েছেন, এইটা আসলে ভাইয়ের চালাকি! গত ১০ বছর ধইরা একটা ভালো গান নাই! মানুষও আগের মতো আর ডাকে না। মার্কেট একটু মন্দা! তাই ভাইয়ে সিস্টেমে এইটা বইলা দিছেন। এইটারে বলে চালাকম্যান!

১১৫ পঠিত ... ১৭:৪৩, সেপ্টেম্বর ২২, ২০২৫

Top