অনেকে আছেন জীবনের প্রতি কোনো মায়া-মহব্বত নাই। জীবন ভালো থাক এটা তারা চায় না, তারা চায় জীবনটা নষ্ট করে দিতে। জীবন নষ্ট করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে প্রেম করে জীবন নষ্ট করে দেওয়া। মেয়েদের জন্য অফেরতযোগ্য টিপস, কোন ধরনের ছেলেদের সাথে প্রেম করে নিজের সাজানো-গোছানো জীবনটাকে নষ্ট করে দেবেন।
১. যে ছেলে অনেক পজেসিভ। কথায় কথায় সন্দেহ করে। এক মিনিট ওয়েটিং-এ দেখলেই লাগিয়ে দেয় ২ ঘণ্টার ঝগড়া। এই ধরনের ছেলের সাথে চোখ বন্ধ করে প্রেম করে ফেলুন। দেখবেন, জীবনটা বেদনায় বেদনায় ভরে যাবে।
২. আলফা-মেল ছেলের সাথে প্রেম করেও জীবন নষ্ট করে দিতে পারেন। কথায় কথায় ধমক দেবে। নিজের মতামত জোর করে আপনার উপর চাপিয়ে দেবে। প্রেমিকের কথায় উঠবেন আর বসবেন। দেখবেন ভালো লাগবে।
৩. নেশাখোর ছেলের সাথে প্রেম করেও জীবনকে আরামদায়কভাবে নষ্ট করতে পারেন। নেশার জন্য প্রেমিক মাঝে মাঝে আপনার পার্স থেকে টাকা চুরি করে নিয়ে যাবে। আপনার গয়না, মোবাইল বিক্রি করে দেবে! এইসব নিয়ে ঝগড়া করবেন। দেখবেন, প্রেমের আসলেই অনেক আনন্দ।
৪. যে ছেলে নিয়মিত আপনার ফোন, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চেক করে। আপনার সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিজের কাছে রাখে ও অন্যের মেসেজ নিয়ে নিয়মিত ঝগড়া করে তাকে বিয়ে করলেই অসুখী প্রেমের আসল স্বাদ আপনি পাবেন।
৫. আশেপাশে খেয়াল করে দেখুন, কোনো ছেলে মেয়েদের ইনবক্সে হাই দেয় কিনা, রিপ্লাই না পেলে হ্যালো দেয় কিনা! এরপর আমরা কি বন্ধু হতে পারি বলে কিনা! শেষমেষ খালি গায়ের ছবি পাঠায় কিনা! আরও খেয়াল রাখুন, সে আপনার প্রেমিক হলে আপনার মেয়ে কাজিন, বন্ধু, আশেপাশের সবাইকে অনলাইনে হ্যারাস করে কিনা! এমন প্রেমে মান-ইজ্জত অনেক বাড়বে। ঝগড়া করেও আরাম পাওয়া যাবে না।