চাঁদে পাঠানো যাচ্ছে নাম: কে দিবেন কার নাম?

২২ পঠিত ... ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে

সম্প্রতি নাসা ঘোষণা দিয়েছে তাদের আর্টেমিস-২ নামের মিশনে, ‘ওরিয়ন’ মহাকাশযান পাঠানো হবে। আর তাতে করে নভোচারীরা সারাবিশ্ব থেকে মানুষের নাম সংগ্রহ করে নিয়ে যাবেন চাঁদে। অনলাইনেই নাম পাঠানো যাচ্ছে সারাবিশ্ব থেকে। চাঁদে নাম পাঠানোর জন্য বেশ হৈ-হুল্লোড়ও শুরু হয়ে গিয়েছে।

গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ট্রাম্প চাঁদে মোদির নাম পাঠাতে চান। তার ধারণা চাঁদে নাম পাঠালে মোদির অভিমান ভাঙতে পারে। হয়তো মোদি তখন তার ভালোবাসাটা বুঝতে পারবেন, আর অভিমান করে থাকবেন না। তার ফোন রিসিভ করবেন।

এদিকে কিম জং উনের সাথে কথা বলা হলে তিনি জানান, তার নাম যদি চাঁদে না যায় তবে তিনি চাঁদের বুড়িসহ সকলকে জেলে ভরবেন। তার নাম সবার আগে যেন বড় বড় করে দেখা যায় এই দাবীও করেন তিনি। 

এদিকে জাশির আমির জানিয়েছেন তিনি কোনো একক নাম পাঠাতে চান না, তিনি ‘পিআর নির্বাচন’ লিখে পাঠাতে চান। কারন তিনি এর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসেন না।

আমরা আরও জানতে পেরেছি সাদিক কায়েম, ইলিয়াস হোসেনের নাম পাঠাতে চান। এতে যদি ইলিয়াসের দরজা সাদিক কায়েমের জন্য আবার খুলে যায় তিনি খুশিই হবেন। দরজা বন্ধ থাকায় সাদিক কায়েমের বেশ সমস্যা হচ্ছে। 

এদিকে একজন সাধারণ প্রেমিক বেশ খুশি মনে আমাদের জানান, আমার প্রেমিকার নাম বিলকিস আর আমার নাম খোরশেদ। আমি গাছের গায়ে, মাছের গায়ে, মেট্রোর পিলারে, গলির দেয়ালে বহু জায়গায় B+K লিখেছি। অনেক স্বপ্ন ছিল আমাদের এই নাম আরও বড় জায়গায় নিয়ে যাব। আজ বুঝি আমার মনের আশা পূরণ হবে।

২২ পঠিত ... ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে

Top