কিস্তিতে ইলিশ কেনার জন্য ঋণ দেবে ইন্টেরিম সরকার

৩১ পঠিত ... ১৬ ঘন্টা ০ মিনিট আগে

বাজারে চলছে ইলিশের আগুন। দৈনিক প্রথম আলো থেকে জানা গেছে, বাজারে ১ কেজির ওপরের ইলিশের দাম ৩ হাজার টাকার মতো। এক কেজি ইলিশের দাম ২৫০০ টাকা। বর্তমান সময়ের রাজনীতিবিদ ও আওয়ামী দুর্নীতিবাজরা এই ইলিশ খেতে পারলেও সাধারণ মানুষ ইলিশের গন্ধও শুঁকতে পারছে না। 

দেশের মানুষের কথা চিন্তা করে ইন্টেরিম সরকার জানিয়েছে, কিস্তিতে ইলিশ কেনার জন্য সরকারি ঋণ দেবে তারা। ১০ কিস্তিতে শোধ করতে হবে ঋণ। শোধ করতে ব্যর্থ হলেও সমস্যা নাই। তেমন কিছু করবে না, সরকার শুধু টিনগুলো খুলে নিয়ে যাবে। একটি শতভাগ অবিশ্বস্ত সূত্র থেকে এমনটাই নিশ্চিত হয়েছে eআরকি। 

এ বিষয়ে ইন্টেরিম সরকারের এক মুখপাত্র জানান, আমাদের মূল লক্ষ্য মানুষের পাতে আবার ইলিশ ফেরত আনা। যদিও আগের সরকার মানুষকে পাতে ভাতই খেতে দেয়নি, আমরা চেষ্টা করছি অন্তত ইলিশটা পৌঁছে দিতে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইলিশ কেনার জন্য ঋণ পাওয়া মানুষের অধিকার। 

মগবাজারের এক হতদরিদ্র ভ্যানচালক বলেন, আমার জীবনে এত খুশির খবর পাই নাই। দ্রুতই ঋণ নেওয়ার কথা ভাবছি। 

এই সময়ে তিনি ভি-সাইন দেখিয়ে বলেন, ইন্টেরিম সরকারকে ৫ বছর ক্ষমতায় চাই। 

এদিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একজন প্রতিনিধি জানান, ইন্টেরিম দারুণভাবে সবকিছু সামাল দিয়েছে। বাংলাদেশ এতদিন মাছে-ভাতে স্বয়ংসম্পূর্ণ ছিল এখন থেকে সর্ষে-ইলিশে স্বয়ংসম্পূর্ণ হবে।

৩১ পঠিত ... ১৬ ঘন্টা ০ মিনিট আগে

Top