এশিয়া কাপ ২০২৫ এর গ্রুপ-বি কিংবা ডেথ গ্রুপে বাংলাদেশ খেলছে শ্রীলংকা, আফগানিস্তান, ও হংকং-এর সাথে। হংকং বাদে বাকি সব দল টেস্ট খেলুড়ে দল। হংকং এখন পর্যন্ত সবগুলো ম্যাচ হেরে অনেক আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। বাংলাদেশ ও তিনটা ম্যাচের মধ্যে দুইটা জিতেছে। এখন সামনের ম্যাচ জিতলেই যে বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে এমন কোনো সমীকরণ নেই। বরং বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে কে কাকে কত রানে হারাচ্ছে। এই রানরেট, উইকেটের সমীকরণে বাংলাদেশ সুপার ফোরে উঠতে জামাতের আমির দিয়েছেন মহা টোটকা।
বাংলাদেশকে সুপার ফোরে তোলার একমাত্র উপায় হলো PR পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া আর ভালো কোনো পদ্ধতি নেই বলে মন্তব্য তার। ক্রিকেটের মতো খেলায় কিভাবে PR পদ্ধতি কাজ করবে জানতে চেয়ে eআরকি টিম জামাতের আমিরের সাথে কথা বলতে চাইলে জানানো হয়, পৃথিবীতে যেকোনো সমস্যার সমাধান PR পদ্ধতিতে আছে। আপনি আজকে ইউক্রেনের দিকে তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, আপনি ফিলিস্তিনের দিকে তাকান, এইযে এত সব হাঙ্গামা দেখছেন এসব থেকে বের হয়ে আসতে চাইলে তারা কিন্তু PR পদ্ধতি ব্যবহার করতেই পারত। ওরা PR-এ যায় নাই বলেই এই অবস্থা।
জামাতে আমিরের এক আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে গতকাল রাতে বেশ ভাইরাল একটা পোস্ট লেখা হয়। বাংলাদেশের সকল ক্রিকেট পাগল ভক্তকে স্ট্যান্ডবাই থাকার আহবান জানিয়ে বলা হয় যেকোনো মুহুর্তে তাদের অনলাইনে একটা আন্তঃদেশীয় ক্রিকেট নির্বাচনে অংশ গ্রহণ করতে হতে পারে। বাংলাদেশকে এশিয়া কাপে তোলার জন্য যার যত বট আইডি আছে সবগুলাতেই লগ-ইন করে রাখার নির্দেশ দিয়েছেন। বি-গ্রুপের সমীকরণ আস্তে আস্তে যে কঠিন হচ্ছে, ফেসবুকে PR পদ্ধতিতেই একমাত্র সমধান করা যাবে এই বিষয়টা।
জামাতে আমিরের ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্টে অনেকে লিখেছেন অস্ত্র ছেড়ে দিলেও ট্রেনিং ভুলি নাই। কত কমেন্ট লাগবে জানাবেন শুধু। আমার বটবাহিনী দিয়ে সব কমেন্ট করায় দিব। বাংলাদশের জন্য আর কিছু করতে পারি না পারি, অনলাইনে একটু অবদান রাখতেই পারি। আর কিছু না হোক কয়েক হাজার রিয়েক্ট তো দিতে পারি। অনেকে এসে বলেছেন, বাংলাদেশকে এশিয়া কাপ থেকে কেউ বাদ দিতে পারবে না, যতদিন আমরা আছি, PR পদ্ধতিতেই বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে, এমনকি সুপার ফোর থেকে সেমি, কোয়ার্টার এমনকি ফাইনলেও জিতে যাবে বাংলাদেশ।
জামাতের আমির বলেন, আমার কথা বিশ্বাস না হলে একবার PR পদ্ধতিকে ভালোবেসেই দেখুন না। দ্বিঘাত সমিকরণ, সরল সমিকরণ, জটিল সমিকরণ কত সমিকরণকে ভালোবেসেই তো দেখলেন, এবার PR-কে ভালোবেসে দেখুন। দেখবেন ভালো লাগবে।
ইন্টেরিম সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকারও যদি একটু ভেবে দেখতেন ব্যাপারটা। হানিয়া আমির আসল, অলির কথা শুনে বকুল হাসল, এবার যদি চিকনে একটু PR পদ্ধতিতে নির্বাচনটা দিয়ে দিতেন!


