হানিয়া আমিরের বাংলাদেশ আগমন উপলক্ষে মার্ভেল ইউনিভার্সের মতো আমিরভার্স বানাতে চায় মার্ভেল রাইটাররা  

১৯ পঠিত ... ৮ ঘন্টা ৪২ মিনিট আগে

বাংলাদেশে আসতে চলেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। এই খবরে শুধু ভক্তরাই উচ্ছ্বসিত নন, অপ্রত্যাশিতভাবে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন মার্ভেল রাইটাররাও। তাদের মতে, দুই দেশের দুই ভিন্নধর্মী ‘আমির’-কে একই প্ল্যাটফর্মে পাওয়ার এই মুহূর্তটি ইতিহাস গড়তে পারে। আর তাই হানিয়া আমিরের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে তারা মার্ভেল ইউনিভার্সের মতোই নতুন এক সিনেমাটিক জগৎ ‘আমির ভার্স’ তৈরি করার পরিকল্পনা করছেন। 

এ প্রসঙ্গে মার্ভেল টিমের একজন রাইটার বলেন, আমরা তো আগে অ্যাভেঞ্জারস বানিয়েছিলাম। এবার যদি হানিয়া আমির আর জামায়াতের আমিরকে একই ফ্রেমে একত্র করা যায়, তবে সেটা হবে নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে লাভজনক এবং অদ্ভুত মিশ্রণের সিনেমাটিক ইউনিভার্স। ভাবুন তো—একদিকে ইনস্টাগ্রামে মিষ্টি রিল বানানো হানিয়া, আরেকদিকে রাজনীতির মাঠের আমির সাহেব। এই দুইয়ে মিলে এই ভার্স হবে একদম জমে ক্ষির

মার্ভেলের আরেকজন প্রডিউসার আবার বাড়তি মাত্রা যোগ করে বলেন, চেতনার জায়গা থেকে দুজনকেই আসলে মোটামুটি একই রকম মনে হয়। হানিয়ার মতো আমির সাহেবও দেশকে আগে রাখেন। অবশ্য কোন দেশ সেটা খুব গুরুত্বপূর্ণ নয়, মূল কথা হলো—দুজনের মনেই একটা নির্দিষ্ট দেশের প্রতি একরকম ভালোবাসা আছে। সমমনা মানুষজনকে নিয়ে কাজ করার আনন্দই আলাদা।

তবে আমিরভার্সের মূল গল্প কীভাবে এগোবে, কিংবা এখানে কে নায়ক আর কে ভিলেন হবেন—সেসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্ভেল রাইটিং টিমের একজন অবশ্য ইঙ্গিত দিয়ে বলেন, গল্পের কাঠামো এখনও প্রক্রিয়াধীন, তবে একটা ব্যাপার নিশ্চিত—দুজনকেই সমান গুরুত্ব আর সমান স্ক্রিনটাইম দেওয়া হবে।

১৯ পঠিত ... ৮ ঘন্টা ৪২ মিনিট আগে

Top