সন্তানের নাম PR রাখবেন বলে ঠিক করেছেন এক জামায়াত দম্পতি 

২১ পঠিত ... ৮ ঘন্টা ৯ মিনিট আগে

PR পদ্ধতির জয়জয়কারের ধ্বনি ছড়িয়ে পড়েছে পৃথিবীর পূর্ব থেকে শুরু করে পশ্চিম প্রান্তে। সকাল বিকাল PR, PR শুনতে একজন পাবলিক রিলেশন অফিসারও ভুলে গেছেন PR-এর অর্থও যে বিভিন্ন রকম হতে পারে। সম্প্রতি কামরাঙ্গীরচরে এক জামাত দম্পতি ঘোষণা দিয়েছেন তাদের সন্তানের নাম রাখবেন PR। এই খবরে আরও অনেক দম্পতি তাদের সন্তানের নাম PR রাখবেন বলে ঠিক করেছেন। 

PR নিয়ে যখন আলোচনা তুঙ্গে, সেই আলোচনার আগুনে যেন দেশি গাওয়া-ঘি ঢেলে ফেলেছেন তারা। সারাদেশ থেকে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য ছুটে যাচ্ছেন ইউটিউব ও ফেসবুক সাংবাদিকের দল। খুব শীঘ্রই তারা বিরাট এক সংবাদ সম্মেলন করে তাদের সন্তানের জেন্ডার রিভিল করবেন সাথে আনুষ্ঠানিক নামও ঠিক করবেন বলে জানা গেছে। 

আমাদের eআরকি প্রতিনিধি আলোচিত দম্পতির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা জানান পৃথিবী একদিন PR-এর হবে। আর সেই PR-এর পৃথিবীতে সন্তানের নাম PR না রাখলে মুখ দেখানোর কোনো জায়গাই নাকি হবে না। তারা আশা করছেন তাদের দেখাদেখি আরও অসংখ্য মানুষ তাদের সন্তানের নাম PR রাখবে। এতে করেই নাকি তাদের মনে শান্তি আসবে। 

অনাগত PR-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আরও অসংখ্য মানুষ। এদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, দোকানদার, রিকশাচালক, ভ্যান চালক, বাসের হেল্পার, সরকারি কর্মচারি কেউ বাদ যাচ্ছেন না। শিক্ষক বসে আছেন কবে স্কুলের রোল খাতায় PR-এর এটেন্ডেন্স নিবেন সেটার আসায়। ইউনিয়নের জন্মনিবন্ধনকারী বসে আছেন PR-এর নাম এন্ট্রি করার জন্য। 

চাতকের মত PR-কে কোলে তোলার জন্য প্রতিবেশিদের ঘুম হারাম হয়ে গেছে। নবজাতকের জন্য নকশি কাঁথা বুনছেন তার নানী। পুরোনো শাড়িতে শুধু বুনে চলেছেন PR, PR, PR।  এমন PR প্রেমের নজির পৃথিবীতে আর কখনো দেখা যায়নি। আজ যদি শেকস পীয়্যার বেচে থাকতেন তাহলে হয়তো রোমিও-জুলিয়েটের পাশাপাশি PR - the love of politics নামে আর একটা জগদ্বিখ্যাত উপন্যাস উপহার দিতে পারতেন। 

২১ পঠিত ... ৮ ঘন্টা ৯ মিনিট আগে

Top