শ্রীলঙ্কাকে জেতানোর ৫টি বাংলা পদ্ধতি 

৬০ পঠিত ... ১৬:৩২, সেপ্টেম্বর ১৮, ২০২৫

এশিয়া কাপে পরের ধাপে উঠতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলংকার দিকে। শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচে লেখা হবে বাংলাদেশের ভাগ্যও। যদি শ্রীলংকা জিতে যায় তাহলে জিতে যাবে বাংলাদেশ। আবার শ্রীলংকা হারলে অনেক বড় ব্যবধানে হারতে হবে। এই মুহুর্তে শ্রীলংকাকে ম্যাচ জেতানোর জন্য বিভিন্ন টোটকা দিচ্ছেন বিজ্ঞরা। আমরা নিয়ে এসেছি ৫টি বাংলা পদ্ধতি, যেটার মাধ্যমে শ্রীলংকা অনায়াসে আফগানিস্তানকে হারিয়ে দিতে পারবে। 

১। শ্রীলংকার সব প্লেয়ারকে শিবিরের প্যানেল থেকে দাঁড় করিয়ে দেওয়া

শিবিরের প্যানেলে যে দাঁড়ায় সেই জিতে যায়। এই মূল্যবান ম্যাসেজ শ্রীলংকার প্লেয়ারদের কাছে পৌঁছে দিলেই হয়ে যাবে। পুরো একাদশ যদি খেলার আগে শিবিরের প্যানেল থেকে দাঁড়ায় তাহলে এই ম্যাচে তাদের ভূমিধস বিজয় কেউ আটকাতে পারবে না। আর শ্রীলংকা জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ। 

২। পিনাকী, ইলিয়াসকে আফগানিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া

পিনাকী ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন যে কোনো একজনকে আফগানিস্তানের প্লেয়ারদের বিরুদ্ধে কাজ করতে দিলেই হবে। তারা একাই একশ, দুই জন একত্রে কাজ করলে আরও ভালো। ম্যাচের আগ থেকে ম্যাচের পুরোটা সময় তারা আফগানিস্তানের প্লেয়ারদের বিরুদ্ধে কথা বলেই তাদের মনবল ভেঙ্গে দিতে পারবে আর জয়টা পাবে শ্রীলংকা।

৩।  জামাতের আমিরের মাধ্যমে PR পদ্ধতিতে চেষ্টা চালানো

যেকোনো জায়গায় জয়ের জন্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো PR পদ্ধতি। এই অব্যর্থ পদ্ধতি যদি ম্যাচে যোগ করা যায় তাহলে শ্রীলংকার জয় আটকানোর মতো সাধ্য থাকবে না কারও। জামাতের আমির একটু চেষ্টা তদবির করলেই PR পদ্ধতির মাধ্যমে শ্রীলংকা জিতে যেতে পারবে।

৪।  শ্রীলংকা টিমে মোটিভেটর হিসেবে সোলায়মান সুখনকে নিয়োগ দেওয়া

দীর্ঘ একবছর ধরে সোলায়মান সুখনের মোটিভেশন নিচ্ছে না কেউ। এই মুহূর্তে তার ঝুলিতে মোটিভেশন জমে ফুলে ফেঁপে আছে। ম্যাচের আগে, ম্যাচের ব্রেকে,  টাইম আউটে শ্রীলংকার প্লেয়ারদের যদি সুখন ভাইয়ের মোটিভেশনের ডোজ দেওয়া যায়, এই ম্যাচে কারো সাধ্য নেই শ্রীলংকাকে হারাতে পারবে।

৫। আফগানিস্তান যত রান করবে তার ১০% শ্রীলংকাকে দিতে হবে এমন রুল জারি করা

ম্যাচে যদি এই নিয়মটা দেওয়া যায় তাহলে আফগানিস্তান বেশি রান করার সাহসই করবে না। কারণ বেশি রান করলেই ১০% দিয়ে দিতে হবে শ্রীলংকাকে। ১০%-এর ভয়ে আফগানিস্তান কম কম রান করবে আর শ্রীলংকাকে আটকানোর মতো কিছুই করার থাকবে না।  

৬০ পঠিত ... ১৬:৩২, সেপ্টেম্বর ১৮, ২০২৫

Top